পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ- আজ দিল্লিতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর সাথে দেখা করেন বলিউডের বিখ্যাত লিরিসিস্ট জাভেদ আখতার এবং তার স্ত্রী অভিনেত্রী শাবানা আজমি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে সঙ্গে নিয়ে জাভেদ আখতার সাংবাদিকদের বলেন “দেশে পরিবর্তনের প্রয়োজন রয়েছে। কোন সন্দেহ নেই এবার বাংলার মত সারা দেশে খেলা হবে।”
সাংবাদিকদের সামনে জাভেদ আখতার বলেন “সম্পূর্ণ দেশ এখন পরিবর্তনের মেজাজে রয়েছে। দেশে পরিবর্তন চাই। দিল্লিতে রায়েট দেখা দিয়েছে, যা দুর্ভাগ্যজনক ! সারাদেশে ভয় কাজ করছে যা যত দ্রুত সম্ভব চলে যাওয়া উচিত মানুষের মন থেকে।”
২০২৪ সালে নরেন্দ্র মোদির বিরুদ্ধে দেশের মুখ কে হবে এই প্রশ্নকে জাভেদ আখতার এড়িয়ে গেলেও সাংবাদিকদের তিনি আরো বলেন যে “পশ্চিমবঙ্গ মডেল সবার জন্য একটা উদাহরণ। কোন সন্দেহ নেই যে এবার সারা দেশে খেলা হবে।”
প্রসঙ্গত পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দিল্লি গিয়েছেন সমস্ত বিজেপি বিরোধী নেতাদের সঙ্গে দেখা করতে। তিনি গতকাল সাংবাদিকদের সামনে বলেন “এটা আমাদের সবার জন্য জরুরী যে আমরা যেন বিজেপির বিরুদ্ধে একসঙ্গে লড়াই করি। একা আমি কিছুই নই।”
তিনি আরো বলেন যে “সবাইকে এক সাথে কাজ করতে হবে। শ্রীমতি সোনিয়া গান্ধীও বিরোধীপক্ষের একনিষ্ঠতা চাইছেন। কংগ্রেস আঞ্চলিক দলগুলোকে ভরসা করে এবং আঞ্চলিক দলগুলির কংগ্রেসের ওপর ভরসা করে।” এছাড়া মমতা বন্দ্যোপাধ্যায় জাভেদ আখতারকে ‘খেলা হবে’ নিয়ে গান লেখার আবেদন জানিয়েছেন।