Devyani Dasgupta, west bengal politics
ছবিঃ সংগৃহীত

পশ্চিমবঙ্গ ডেস্কঃ বঙ্গে বিধানসভা নির্বাচনের আগে রীতিমতো এক প্রকার দলবদল খেলা চলছে। বিধানসভা নির্বাচনের পর ফল প্রকাশে আসতেই ফের সেই দলবদল এর খেলা শুরু হল। ইতিমধ্যেই বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেছেন মুকুল রায়।

বিধানসভা নির্বাচনের আগে একাধিক তৃণমূল নেতা নেত্রীরা জয়ের কান্ডারী বাজিয়ে গেরুয়া শিবিরে নাম লিখিয়েছিলেন। যা বাড়তি অক্সিজেন যুগিয়েছিল গেরুয়া শিবিরের। কিন্তু নির্বাচনের ফল প্রকাশে আসতেই বিজেপির ভরাডুবির ফলে একাধিক বিজেপি নেতানেত্রী, বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করতে চান।

https://twitter.com/DevyaniSpeaks/status/1404101126425767937

এবার সেই দলে নাম লেখালেন বিজেপির রাজ্য কিষান মোর্চার সম্পাদক তথা আইনজীবী দেবযানী দাসগুপ্ত। আজ সকালে তিনি একটি টুইট করে জানিয়েছেন, তিনি ভারতীয় জনতা পার্টি যাবতীয় পদ থেকে ইস্তফা দিচ্ছেন। এর পাশাপাশি তিনি আরও জানান, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে তিনি প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান। সেই জন্যই তিনি গেরুয়া শিবির ছেড়ে ঘাসফুল শিবিরে যোগদান করার সিদ্ধান্ত নিয়েছেন।

দেবযানী দাসগুপ্ত পেশায় আইনজীবী। এছাড়াও তিনি বিজেপির কিষান মোর্চার সম্পাদক পদে যুক্ত। তবে আজ তিনি পদ্ম শিবিরের সমস্ত পদ থেকে ইস্তফা দিয়েছেন। সূত্রের খবর অনুযায়ী, মুকুল রায়ের সঙ্গে দেবযানীর সুসম্পর্ক ছিল বলেই জানা গিয়েছে। মুকুল রায় গেরুয়া শিবির ছেড়ে তৃণমূলে যোগদান করার পরেই তৃণমূলে যোগদান করার সিদ্ধান্ত নিয়েছেন দেবযানি। রাজনৈতিক মহলের একাংশের দাবি, মুকুল রায় কে দেখেই প্রভাবিত হয়েছেন দেবযানি। আর সেই কারণেই তিনি “রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রধানমন্ত্রী” হিসেবে দেখতে চেয়েছেন।

জানা যাচ্ছে মুকুল রায়ের হাত ধরেই তৃণমূলে প্রবেশ করবেন দেবযানী দাসগুপ্ত। তবে তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেবযানী দাসগুপ্ত-কে গ্রহণ করবেন কিনা সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।

মুকুল রায় পদ্ম শিবির ছেড়ে ঘাসফুল শিবিরে যোগদান করার পরে একে একে অনেক বিজেপি নেতা ও নেত্রীরা, তৃণমূলের দিকেই পা বাড়িয়েছেন। তবে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই জানিয়ে দিয়েছেন, “গাদ্দারদের দলে ফিরিয়ে নেওয়া হবে না”। তবে বর্তমানে যারা তৃণমূলে ফিরতে চাইছেন তাদেরকে মমতা বন্দ্যোপাধ্যায় গ্রহণ করবেন কিনা তা কয়েক দিনের মধ্যেই পরিষ্কার হয়ে যাবে।

জানিয়ে রাখি, গত শুক্রবার মুকুল রায় বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেছেন। একুশের বিধানসভা নির্বাচনে তিনি বিজেপির হয় কৃষ্ণনগরের উত্তরের প্রার্থী হয়েছিলেন। কৃষ্ণনগরের উত্তরের বিধায়ক হওয়ার পর তিনি তৃণমূলে যোগদান করেছেন। তবে এখনো পর্যন্ত তিনি বিধায়ক পদ থেকে ইস্তফা দেন নি। সূত্রের খবর অনুযায়ী জানা যাচ্ছে যে, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তাকে নির্দেশ দেওয়া হলে বিধায়ক পদ থেকে তিনি ইস্তফা দেবেন।