পশ্চিমবঙ্গ ডেস্কঃ ভোট আবহের মধ্যে দিয়ে দেশজুড়ে করোনা সংক্রমণ বেড়ে চলেছে। করোনা মোকাবিলায় আজ উচ্চ পর্যায়ের বৈঠক করছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। করোনা পরিস্থিতি নিয়ে সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসবেন নরেন্দ্র মোদী।
করোনা মোকাবিলায় ডাকা উচ্চ পর্যায়ের বৈঠকে আমন্ত্রণ জানানো হয়নি বলে অভিযোগ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানালেন, “উচ্চ পর্যায়ের বৈঠকে আমন্ত্রণ পায়নি, আমন্ত্রণ পেলে নিশ্চয়ই যোগ দিতাম।”
করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় নির্বাচনী প্রচারে জনসভা, রোড-শো ও মিছিল বাতিল করার নির্দেশ দেয় নির্বাচন কমিশন। করোনা সংক্রমণের জোরে দেশের বিভিন্ন রাজ্যে কোভিড চিকিৎসার জন্য প্রয়োজনীয় ঔষধ ও অক্সিজেনের সংকট দেখা দিয়েছে। সেজন্যই আজ সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে করোনা পরিস্থিতি নিয়ে বৈঠক করছেন নরেন্দ্র মোদী।
তবে এদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচন কমিশনের নির্দেশ মান্য করে সমস্ত সভা বাতিল করলেন তিনি। আজ তিনি নির্বাচনী প্রচারে ভার্চুয়াল সভা করছেন। সেই ভার্চুয়াল সভা থেকেই এক হাতে নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কে। এদিন তিনি প্রধানমন্ত্রীকে কটাক্ষ করে বলেন, “বাংলা দখল করার জন্য ব্যস্ত হয়ে পড়েছে বিজেপি। আর সংকটে ফেলেছে রাজ্যকে। WHO বহুদিন আগেই করোনার দ্বিতীয় ঢেউয়ের কথা জানিয়ে পর্যাপ্ত ব্যবস্থা নিতে বললেও প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী তা করেননি। এমনকি কাউকেও সে বিষয়ে জানান নি। শুধু ভাষণ দিয়ে গিয়েছেন মোদী।” তিনি আরো বলেন, “শুধু ভাষণ দিলে হবে না, এবার পরিস্থিতি সামলান।”
এদিন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কমিশন কেউ বাদ দিলেন না। নির্বাচন কমিশনকে আক্রমণ শানিয়ে বলেন, “নির্বাচন কমিশন বিজেপির হয়ে কাজ করছে। এর আগে আমি বলেছি তিনটি দফার ভোট একসাথে করা হোক। রাজ্যে ৮ দফা ভোটের জায়গায় পাঁচ দফায় ভোট হত, তাতে কোন প্রকার সমস্যা হতো না। কিন্তু নির্বাচন কমিশন সেই পথে হাঁটল না।” বিজেপির কথায় নির্বাচন কমিশন চলছে বলে দাবি মমতার।
নির্বাচন কমিশনের পক্ষ থেকে গতকাল নির্বাচনী প্রচার বাতিল করার নির্দেশ দেওয়া হয়েছে। সেই পরিপ্রেক্ষিতে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় জানান, “শেষ লগ্নে এসে গতকাল প্রচার বাতিল করা হলো, এটা তো আগেও করা যেত। আগে করেননি তার কারণ প্রধানমন্ত্রীর সভা ছিল তার জন্য। আমি আদেও জানি না প্রধানমন্ত্রী কোন সভা ছিল কিনা।” ভার্চুয়াল সভাতে রীতিমতো আজ তিনি দুষলেন বিজেপি কে।