পশ্চিমবঙ্গ ডেস্কঃ করোনা আবহের মধ্যদিয়েই বঙ্গে চলছে বিধানসভা নির্বাচনী ভোট। তবে গোটা দেশজুড়ে দিনে করোনা সংক্রমণ তিন লাখের গণ্ডি পেরিয়েছে। এরই মধ্যে বঙ্গে ছয় দফার বিধানসভা নির্বাচনী ভোট সম্পন্ন হয়েছে, বাকি রয়েছে দুই দফার বিধানসভা নির্বাচনী ভোট।
গত বৃহস্পতিবার বঙ্গে হয়েছে ষষ্ঠ দফার বিধানসভা নির্বাচনী ভোট। ষষ্ঠ দফার বিধানসভা নির্বাচনী ভোটের দিনই বাকি দুই দফার নির্বাচনী প্রচারে নিষেধাজ্ঞা জারি করেছে নির্বাচন কমিশন। এ জন্যই দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল শুক্রবার চারটি সভা বাতিল করেছিলেন। এছাড়াও গতকাল তিনি করোনা মোকাবিলায় সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক করেন প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী।
করোনা বৈঠকের পর তিনি বাকি দুই দফার বিধানসভা নির্বাচনী ভোট কেন্দ্র করেই ভার্চুয়াল সভা করলেন প্রধানমন্ত্রী। গতকালের ভার্চুয়াল সভাতে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর গলাতেই শোনা গেল বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত রচনা “ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা।” এদিনের ভার্চুয়াল সভা থেকে তিনি বাংলার মানুষকে আহ্বান জানিয়েছেন। প্রধানমন্ত্রী বলেন, “বাংলার প্রথম ছয় দফার বিধানসভা নির্বাচনে বিজেপিকে সমর্থন করার জন্য ধন্যবাদ জানাই। বাংলার প্রতিটি কোনায় কোনায় গিয়ে মানুষের কথা শুনতে পেরেছি, বুঝতে পেরেছি। সোনার বাংলা তৈরীর জন্য ঠিক কতটা আগ্রহী তারা, আমি তা বুঝতে পেরেছি।”
এদিন তিনি বাংলার মানুষদের আশ্বাস দিয়ে বলেন, “বাংলার মানুষের স্বপ্ন পূরণ করবো আমি। এই নির্বাচন শুধু পরিবর্তনের জন্য নয়। এই নির্বাচন হবে প্রত্যেকটা বাংলার মানুষের আশা-আকাঙ্ক্ষা পূরণ করা।”
ভার্চুয়াল সভার মাধ্যমে বাংলার মানুষকে তিনি বলেন, “বাংলার প্রতিটি ঘরে ঘরে পরিশুদ্ধ জল পৌঁছাবে। রাজ্যের গরিব মানুষদের চিকিৎসার জন্য আয়ুষ্মান ভারত প্রকল্প চালু হবে। বাংলার অনেক অংশে ডেঙ্গু খুব বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। বিজেপি সরকার ডেঙ্গুর মতো অসুখ দূর করতে যথাযথ পদক্ষেপ নেবে। মাতৃভাষায় মেডিকেল ও ইঞ্জিনিয়ারিং পরীক্ষা দেওয়ার জন্য রাষ্ট্রীয় শিক্ষানীতি প্রণয়ন হবে।”
এছাড়াও কৃষকদের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, “বাংলায় কৃষি নির্ভর শিল্প করতে কেন্দ্রীয় সরকার চেষ্টা শুরু করে দিয়েছে। বাংলায় বিজেপি সরকার ক্ষমতায় এলেই কৃষক সম্মান নিধির বকেয়া ১৮ হাজার টাকা কৃষকরা পাবেন। এমনকি মৎস্যশিল্পের উন্নয়নের জন্য কাজ করবে বিজেপি সরকার।”
ভার্চুয়াল সভাতে তিনি বলেন, “বাংলায় বিজেপি সরকার ক্ষমতায় এলে যুব সম্প্রদায়কে চাকরি দেওয়া হবে। মহিলাদের সুরক্ষার ব্যবস্থা করা হবে। থমকে থাকা মেট্রো প্রকল্প গুলি আবার চালু হবে। হিংসামুক্ত বাংলা তৈরি হবে।” ভার্চুয়াল সভাতে তিনি আরও বলেন,” একুশের বিধানসভা নির্বাচনে জয়লাভ করে ২’রা মে আমি নিজে মাথা নত করে বাংলার মাটিকে প্রণাম করব।”