পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ উপনির্বাচনের নির্ঘণ্ট বেজে উঠতেই উত্তপ্ত রাজ্য রাজনীতি। চলতি মাসের শেষ সপ্তাহে অর্থাৎ ৩০ শে সেপ্টেম্বর ভবানীপুরে উপনির্বাচন হতে চলেছে। আসন্ন উপনির্বাচনকে অতিগুরুত্বপূর্ণ হিসেবেই দেখছেন ওয়াকিবহাল মহলের একাংশ। কারণ ভবানীপুর বিধানসভা কেন্দ্র থেকে উপনির্বাচনে লড়ছেন রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খোদ।
একুশের বিধানসভা নির্বাচনের নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু সেই কেন্দ্র থেকে বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর কাছে পরাজিত হন তিনি। তারপরও তৃণমূল কংগ্রেস পূর্ণ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে জয়লাভ করায় তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তৃতীয়বার রাজ্যের মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণ করেন। তবে আসন বাঁচিয়ে রাখতে হলে তাকে উপ নির্বাচনে জয়লাভ করে আসতে হবে। যার কারণে উপনির্বাচনকে অতি গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন রাজ্যর শাসক দল।
ইতিমধ্যেই ভবানীপুর বিধানসভা কেন্দ্রে জোর প্রচার চালু করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রচারে নেমে রাজ্যের প্রধান বিরোধী দলকে আক্রমন করতে ছাড়েননি মমতা। তিনি এদিন বিজেপিকে নিশানায় নিয়ে বলেন, “আমি বিজেপির নীতি ও রাজনীতি কোনোটাই পছন্দ করি না। ওরা শুধু ধর্ম অনুযায়ী মানুষের মধ্যে বৈষম্য এবং রাজনীতি অনুসরণ করে। ওরা বলেছিল নন্দীগ্রামে যদি তৃণমূলে জয়লাভ করে তাহলে নন্দীগ্রাম পাকিস্তানে পরিণত হবে। ভবানীপুর উপনির্বাচনকে কেন্দ্র করে ওরা ফের একই কথা বলছে। এটা খুবই ধিক্কারজনক।” ভবানীপুরে প্রচারে নেমে প্রথমে মসজিদ এবং গুরুদুয়ারে যান মমতা বন্দ্যোপাধ্যায়।
প্রসঙ্গত, ভবানীপুর উপনির্বাচনকে কেন্দ্র করে বিজেপি কটাক্ষ করে তৃণমূলকে তালিবানি শাসন বলে আখ্যা দিয়েছিল। আর সে কারণেই ভবানীপুরে প্রচারে নেমে তালিবানি শাসন নিয়ে মুখ খুললেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এদিন বলেন, “আমি চাই আমার দেশ আরও শক্তিশালী হোক। আমি আমার সর্বশক্তি দিয়ে, আমার জন্মভূমিকে রক্ষা করব। ভারতকে অন্য একটা তালিবান শাসিত রাষ্ট্র বা পাকিস্তান হতে দেব না।”