mamata banerjee, mukul roy, tmc, mukul join tmc,
image source: facebook

পশ্চিমবঙ্গ ডেস্কঃ অনেকদিন ধরেই কানাঘুষো চলছিল কৃষ্ণনগরের উত্তরের বিজেপি বিধায়ক তথা বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি মুকুল রায় তৃণমূলে ফিরতে চলেছেন। তবে সেই জল্পনা আজ বাস্তবায়ন করে তৃণমূলে যোগদান করলেন মুকুল রায়।

তৃণমূল নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুকুল রায়কে বরণ করে ঘরে তুলে নিয়েছেন। এছাড়াও তিনি বলেন, “ঘরের ছেলে, ঘরে ফিরল।” আজ মুকুল রায় তৃণমূলে যোগদান করার পরে বলেন, “তৃণমূলের ফিরে খুব ভালো লাগছে। বাংলা কে নেতৃত্ব দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়।” এছাড়াও তাকে প্রশ্ন করা হয়। কেন তিনি বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেছেন ? সে বিষয়ে তিনি জানিয়েছেন, সমস্ত কথার উত্তর তিনি দেবেন, কিন্তু মুখে নয়। লিখিতভাবে সমস্ত প্রশ্নের উত্তর তিনি তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে জমা দেবেন।

mamata banerjee, mukul roy, tmc, mukul join tmc,
image source: facebook

মুকুল রায় তৃণমূল-এ যোগদান করায় মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “আমাদের তৃণমূল দল এমনিতেই শক্তিশালী দল। আমরা ঐতিহাসিক জয় পেয়েছি এবং মুকুল দলে ফিরে শান্তি পেল। বিজেপিতে থেকে ও মানসিক চিন্তায় ভুগছিল। এমনিতেও অসুস্থ হয়ে পড়েছে। কিন্তু কাউকে কিছু বলতে পারছে না। মুকুল আমাদের ঘরের ছেলে।” এছাড়াও তিনি আরও বলেন, “বিজেপি করা যায় না। বিজেপিতে অনেক শোষণ।”

অন্যান্য তৃণমূল ছুট নেতা নেত্রীরা ফের তৃণমূলে ফিরতে চায়। সে বিষয়ে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, “যারা নির্বাচনের সময় বিজেপির হাত শক্ত করতে গাদ্দারি করেছে। সেই গাদ্দারদের দলে নেবো না। মুকুল রায় স্বেচ্ছায় দলে ফিরেছেন। মুকুল কখনো খারাপ কথা বলেনি। নির্বাচনী ভোটের আগে বিজেপির পাল্লা ভারী করতে তৃণমূলের বিরুদ্ধে কোনো অকথ্য ভাষা ব্যবহার করেনি মুকুল। তাই তাকে স্বেচ্ছায় দলে ফিরিয়ে নেওয়া হয়েছে।” কিন্তু সাফ সাফ তিনি জানিয়ে দিলেন গাদ্দারদের দলে নেবেন না তিনি।

মুকুল রায় বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ায় সরব হলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি এদিন মুকুলের নাম না করে বলেন, “জল্পনা-কল্পনা নিয়ে মাথা ঘামাবেন না। বিজেপি কর্মীরা মার খাচ্ছেন। তাদের পাশে থাকতে হবে। কর্মীরাই আমাদের সম্পদ। কেউ ভোটে জিততে পেরেছেন আবার কেউ ভোটে জিততে পারেননি। কিন্তু ভোটে জিতে অত্যাচার সহ্য না করতে পেরে ভুল মতামত দিচ্ছেন। বহু মানুষ বিজেপিতে যোগদান করেছিলেন। বিজেপির জয় লাভ করার সম্ভাবনা ছিল বলেই যোগদান করেছিলেন।”