পশ্চিমবঙ্গ ডেস্কঃ ১০ থেকে ১৫ দিন অন্তর এসএসকেএম হাসপাতালে বসতে চলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুনতে আজব লাগলেও এমনটাই নিজে মুখে জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খোঁদ।
গতকাল অর্থাৎ বৃহস্পতিবার বিকাল ৪ঃ৩০ মিনিটে এসএসকেএম হাসপাতালে পৌঁছান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে অবশ্য তার এক আত্মীয় চিকিৎসাধীন অবস্থায় ছিল বলেই তিনি সেখানে পৌঁছে ছিলেন। এসএসকেএম হাসপাতালে পৌঁছে বেশ কিছুক্ষণ সময় কাটান মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর তিনি যখন হাসপাতাল ছেড়ে বাইরে বেরিয়ে আসেন। তখন তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, “১০ থেকে ১৫ দিন” অন্তর তিনি এসএসকেএম হাসপাতালে বসবেন।
এদিন তিনি বলেন, “প্রতি সপ্তাহের বৃহস্পতিবার বা ১৫ দিন অন্তর এখানে বসব। হাসপাতাল আমার জন্য গুরুত্বপূর্ণ একটা জায়গা। স্বাস্থ্যভবনটা যেহেতু যেতে দূর হয়, তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি ১৫ দিন অন্তর ১০-১২ জনকে নিয়ে আমি এখানে এসে বসব।”
এদিন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসএসকেএম হাসপাতালে পৌঁছে রাজ্যের স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম এবং এসএসকেএম হাসপাতালের অধিকর্তা ছাড়াও সিনিয়র চিকিৎসকদের সঙ্গে বৈঠকে বসেন। স্বাস্থ্য পরিকাঠামো নিয়ে বেশ কিছুক্ষণ ধরে আলোচনা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠক করার পর তিনি বলেন, “রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামো সংক্রান্ত নজরদারি এসএসকেএম হাসপাতাল থেকে আপাতত চালানো হবে। ১৫ দিন অন্তর এসএসকেএম হাসপাতালে স্বাস্থ্য সচিব এবং চিকিৎসকদের সঙ্গে বৈঠক করে স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে জেনে নেব।”
এছাড়াও রাজ্যের প্রশাসনিক প্রধান বলেন, “রাজ্যে বড় পাঁচটি হাসপাতাল যেহেতু কলকাতায় রয়েছে। অনেক সময় অনেক হাসপাতালে সমস্যা থাকে। এখানে ৫ টা মেডিক্যাল কলেজ আছে। তা ছাড়াও স্বাস্থ্যের নানারকম ব্যাপার আছে। তাই স্বাস্থ্যসচিব আমার সঙ্গে থাকবে। কখনও কখনও মুখ্যসচিবকেও সঙ্গে নিয়ে আসব।”
এছাড়া মুখ্যমন্ত্রীর আরও বলেন, “পিজি হাসপাতাল এ ক্যানসারের হাসপাতাল এর কাজ হচ্ছে। পাশাপাশি বেলেঘাটা আইডির মতো, ইনফেকশনের জন্য আলাদা একটা পরিকাঠামোরও কাজ চলছে। এই সমস্ত কাজকর্ম মনিটরিংও করা যাবে। একটা জায়গা ঠিক করতে বলেছি। আর আগামী বৃহস্পতিবার থেকে বিকেল চারটে থেকে পাঁচটা পর্যন্ত এসএসকেএম হাসপাতালে বসব।”
উল্লেখ্য, একুশের বিধানসভা নির্বাচনের পর রাজ্যে তৃতীয় বার ক্ষমতায় ফিরে স্বাস্থ্য ব্যবস্থাকে ঢেলে সাজানোর সিদ্ধান্ত নিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মাঝেমধ্যেই বিভিন্ন হাসপাতাল থেকে বিভিন্ন ধরনের অভিযোগ উঠে আসছে। আর যার কারণেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খোদ সারপ্রাইজ ভিজিটও করছেন। করোনার তৃতীয় ঢেউ যেহেতু দোরগোড়ায়। আর এরই মধ্যে রাজ্যে স্বাস্থ্য পরিকাঠামো শক্তপোক্ত করে তুলতে চাইছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুনঃ- আত্মসমর্পণ করার পরও রেহাই মিলল না পুলিশকর্মীর, মৃতদেহের উপর চলল গুলি
আরও পড়ুনঃ- “ধর্ষণ ও খুন হল, তৃণমূলের খেলা”, বললেন কেন্দ্রীয় মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রী স্মৃতি ইরানি