জগদীপ ধনকড়, কল্যাণ বন্দ্যোপাধ্যায়
চিত্র- সংগৃহীত

পশ্চিমবঙ্গ ডেস্কঃ গতকাল ভোট পরবর্তী হিংসা খতিয়ে দেখতে রাজ্যপাল পা রেখেছিলেন নন্দীগ্রামে। তার সঙ্গে যোগদান করেছিলেন বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী। ভোট-পরবর্তী হিংসার দৃশ্য দেখতে কোচবিহারের পর নন্দীগ্রামে গেলেন রাজ্যপাল। নন্দীগ্রামে মর্মান্তিক ঘটনা দেখে ফের ক্ষোভ উগরে দেন তিনি।

রাজ্যপাল ভোট পরবর্তী হিংসা খতিয়ে দেখতে নন্দীগ্রামে আক্রান্তদের বাড়ি ঘুরে ঘুরে দেখলেন। এছাড়াও আক্রান্তদের সঙ্গে কথাও বললেন। তবে ঘরবাড়ি ভাঙচুর এর দৃশ্য দেখে রাজ্যের শাসকদলের উদ্দেশ্যে রাজ্যপাল বলেন, “বাড়ি বাড়ি আক্রান্ত হচ্ছে নিরীহ মানুষ। মুখ্যমন্ত্রীর উচিত বিষয়টি দেখা। যেখানেই যাচ্ছি মানুষজনের দেখা নেই। সবাই ঘর ছেড়ে পালিয়ে গিয়েছেন ভয়ে। শুধু তারাই ঘরে আছেন যারা আক্রান্ত হয়েছেন।”

jagdeep dhankhar, west bengal, nandigram, নন্দিগ্রাম, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, তৃণমূল
চিত্র- সংগৃহীত

রাজ্যপালের নন্দীগ্রাম সফরকে ঘিরে এবার বড়োসড়ো চ্যালেঞ্জ ছুড়ে দিলেন তৃণমূল নেতা কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তৃণমূল নেতা কল্যাণ বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন, ভোট পরবর্তী হিংসা সম্পূর্ণ একটা সাজানো ঘটনা। এদিন রাজ্যপালের বক্তব্যকে ঘিরে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “ভোট-পরবর্তী হিংসা সবটাই সাজানো ঘটনা। যদি ঘটনা গুলো সত্যি হয়, তাহলে রাজ্যপাল নিজে অভিযোগ লিখুন। আর যদি মিথ্যে হয় তাহলে রাজ্যপালের কান ধরে উঠবস করা উচিত।”

আরও পড়ুনঃ ৬ ঘণ্টায় ৩৩ হাজার টাকা অ্যাম্বুলেন্স এর ভাড়া, গয়না বন্ধক দিয়ে ভাড়া মেটালেন স্ত্রী

তৃণমূল নেতা কল্যাণ বন্দ্যোপাধ্যায় সংবাদমাধ্যমের মুখোমুখি হয় সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিলেন রাজ্যপালকে। তিনি বলেন, “সংবাদ মাধ্যমের মধ্য দিয়েই রাজ্যপালকে চ্যালেঞ্জ জানাচ্ছি। রাজ্যপাল সেই চ্যালেঞ্জ গ্রহণ করবেন কিনা সেটা সংবাদ মাধ্যমেই বলে দিন।”

jagdeep dhankhar, west bengal, nandigram, নন্দিগ্রাম, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, তৃণমূল
চিত্র- সংগৃহীত

তবে তৃণমূল নেতা আরও বলেন, তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন আটঘাট বেঁধে করোনা পরিস্থিতি নিয়ে পথে নেমেছেন তখনই এই সমস্ত ঘটনা সামনে এনে কাজে ব্যাঘাত ঘটাতে চাইছেন রাজ্যপাল। এছাড়াও রাজ্যের রাজ্যপাল জগদীপ ধনকড় বিজেপির হয়ে কাজ করছেন বলেও উঠছে অভিযোগ।

আরও পড়ুনঃ জুনে হবে না মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা, তারিখ জানানো হবে পরে

নন্দীগ্রাম থেকে ভোট-পরবর্তী হিংসা খতিয়ে দেখে রাজ্যপাল রাজ্যের মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন, ‘এমন পরিস্থিতি ভাবা যায় না। মাননীয় মুখ্যমন্ত্রী আপনি করোনার সঙ্গে লড়ুন, কিন্তু সাধারণ মানুষকে সুরক্ষা দিন। রাজ্যের এমন ভয়াবহ পরিস্থিতি দেখে আমার হৃদয় কাঁপছে।”