পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ- বাংলার বিধানসভা ভোটের অপেক্ষা আর মাত্র ৩ দিন। আজ দক্ষিণ ২৪ পরগনা জেলার গোসাবা থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ একহাত নিলেন তৃণমূলের মূল নেতৃত্ব দের। অমিত শাহ আজ বলেন “আপনাদের কথা দিচ্ছি বাংলায় বিজেপি সরকার হলে, তোলাবাজদের জায়গা হবে জেলের ভিতর। আলাদা করে এসআইটি গঠন করে ব্যবস্থা নেব।”
২০১৯ এর লোকসভা ভোটে পশ্চিমবঙ্গে বিজেপি ভালো ফল করায় ২০২১ এর বিধানসভা ভোট কে পাখির চোখ করেছে কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব। আজ গোসাবা থেকে সোজাসুজি মমতা ব্যানার্জিকে তীব্র আক্রমণ করলেন বিজেপি সুপ্রিমো। মমতা ব্যানার্জি সম্পর্কে তিনি বলেন “দিদির টার্গেট ভাইপোকে মুখ্যমন্ত্রী বানানো। মোদিজি যখন দেশের বিকাশের কথা ভাবছেন, তখন মমতা দিদি ভাবছেন কীভাবে ভাইপোকে মুখ্যমন্ত্রী বানানো যায়।”
অমিত শাহ আরও বলেন “একদম ভয় পাবেন না। কোন গুন্ডার সাহস হবে না মানুষকে আটকানোর। বিনা ভয় পেয়ে ভোট দিন। গ্যারান্টি দিচ্ছি কোনও গুন্ডা কারো কোনও ক্ষতি করার সাহস পাবে না।” এর আগে বাংলায় পঞ্চায়েত ভোটে বিভিন্ন স্থানে হিংসার প্রভাবে বাংলার মাটি রক্তাক্ত হতে দেখা গিয়েছিল। ঠিক এই প্রসঙ্গ নিয়েই সাধারণ মানুষকে নির্ভয়ে ভোট দেওয়ার জন্য বলেন অমিত শাহ।
দক্ষিণ ২৪ পরগণা জেলা সম্পর্কের রাজ্যের বিরোধী রাজনৈতিক দলগুলি এর আগেই জানিয়েছে যে এই জেলায় নিরপেক্ষ ভোট হতে দেয়নি তৃণমূল কংগ্রেস। তাই নির্বাচন কমিশনের তরফ থেকে একমাত্র এই জেলায় তিন দফায় হবে এবারের বিধানসভা ভোট। প্রায় গত একমাস আগেই রাজ্যে আসা শুরু করেছে কেন্দ্রীয় বাহিনী।
বাংলার এবার বিধানসভা ভোট পাঁচ দফায় ভাগ করা হয়েছে মানুষদের সম্পূর্ণ সুরক্ষা সুরক্ষার কথা ভেবে। রাজ্যের পাঁচটি দফায় ভোট হলে বিভিন্ন বুথে কেন্দ্রীয় বাহিনী দিয়ে সম্পূর্ণ সুরক্ষার গণ্ডি তৈরি করা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।