মমতা বন্দ্যোপাধ্যায়, Mamta Banerjee, অখিলেশ যাদব,
"উত্তরপ্রদেশে হারলে, সারা ভারতে হারবে বিজেপি", অখিলেশের হয়ে প্রচারে গিয়ে গর্জন মমতার | ছবি - সংগৃহীত

পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ- আজ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরপ্রদেশের লখনৌতে সমাজবাদী পার্টির সভাপতি অখিলেশ যাদব এর সাথে যৌথভাবে একটি অনুষ্ঠান করেন। এই অনুষ্ঠানে উত্তরপ্রদেশের জনগণের কাছে অখিলেশ যাদব এর জন্য বাংলার মুখ্যমন্ত্রী ভোটের আবেদন করেন।

সমাজবাদী পার্টি হয়ে প্রচার করতে মমতা বন্দ্যোপাধ্যায়ের গতকাল উত্তরপ্রদেশে পৌঁছে গিয়েছিলেন। বিমানবন্দরে উপস্থিত হয়ে মমতা বন্দোপাধ্যায়কে স্বাগত জানান সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব। গতকাল উত্তরপ্রদেশে নেমে সাংবাদিকদের সামনে নিজের লক্ষ্য পরিষ্কার করে সামনে রেখে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘তিনি উত্তরপ্রদেশে বিজেপিকে হারানোর লক্ষ্যে এসেছেন।’

আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লখনৌতে সমাজবাদী পার্টির ভার্চুয়াল সভাতে অখিলেশ যাদবের হয় প্রচারে রীতিমতো তুলধনা করেন বিজেপিকে। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন “উত্তরপ্রদেশ থেকে বিজেপিকে সরাতে হবে। তাই অখিলেশকে ভোট দিন। উত্তরপ্রদেশে হারলে, সারা ভারতে হারবে বিজেপি।”

মমতা বন্দ্যোপাধ্যায় এদিন উত্তরপ্রদেশের সভা থেকে বিজেপিকে আরও আক্রমণ করে বলেন ‘এনআরসিতে, কৃষক আন্দোলনে বহু মানুষ মারা গিয়েছে। লকডাউন হওয়ার পর অনেক পরিযায়ী শ্রমিক না খেতে পেয়ে মারা গিয়েছে। তাদের সবার পরিবারের একজনকে রেলে চাকরি দিতে হবে।’ এছাড়া তিনি কোভিডে যখন উত্তরপ্রদেশে মানুষ মারা যাচ্ছিল সেই সময়কার প্রশ্ন তুলে বলেন যে, ‘যখন উত্তরপ্রদেশে মানুষ মারা যাচ্ছিল। তখন যোগীজি বাংলায় গিয়েছিলেন মমতা ব্যানার্জিকে হারাতে। উত্তরপ্রদেশের মানুষের চিন্তা তিনি করেননি। এই সব কিছুর জবাব দিতে হবে বিজেপিকে।’

এছাড়া মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরপ্রদেশের সমস্ত মানুষকে একত্র হয়ে সমাজবাদী পার্টিকে ভোট দেওয়ার জন্য আহ্বান জানান। তিনি বলেন ‘আমরা জানি ভোট কাটাকুটি হলে কত সমস্যা হয়। এইজন্যই তৃণমূল এই রাজ্যে নির্বাচনে অংশগ্রহণ করেনি। পশ্চিমবঙ্গে যেমন মুখোমুখি লড়াই হয়েছিল। তেমন এই রাজ্যে বিজেপি বনাম সমাজবাদী পার্টির মুখোমুখি লড়াই হোক।’