পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ- রাজনীতি নিয়ে এবার ক্ষোভ প্রকাশ করলেন সাংসদ দেব। বসিরহাট এলাকার ভ্যাবলায় নির্বাচনী প্রচারে এসে এমনটাই দাবি দীপক অধিকারী ওরফে দেব-এর।
দক্ষিণ বসিরহাটে মনোনীত তৃণমূল প্রার্থী সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায়ের হয়ে প্রচারে গিয়েছিলেন দেব। সেখানে তার বক্তব্য, ‘মানুষের সুখ দুঃখে পাশে থাকবে এমন সরকার ক্ষমতায় থাকা উচিত। বিশ্বাস করুন, আজ রাজনীতি একদম আলাদা হয়ে গিয়েছে। তাই দিদি (মমতা বন্দ্যোপাধ্যায়) যদি আমাকে এই নির্বাচনে প্রার্থী হতে বলতেন, আমি হতাম না। কারন আজকের রাজনীতি বড্ড জটিল। আমি খাপ খাওয়াতে পারছি না। বুঝেই উঠতে পারছি না এটা কিসের নির্বাচন।’
বিভিন্ন দলের নেতারা জাতিভেদে সুরক্ষা দেওয়ার দাবি করছেন। কিন্তু তাহলে পুরো দেশকে সুরক্ষা দেবেন কারা। দেবের আরো বিস্ফোরক মন্তব্য, ‘ভোট নেওয়ার জন্য হিন্দু নেতারা হিন্দুদের বলছেন, আপনারা সুরক্ষিত নন। আমাদের ভোট দিন আমরা আপনাদের সুরক্ষা দেব। মুসলিম রাজনীতির নেতারা মুসলিমদের বলছেন, আপনারা সুরক্ষিত নন। আপনারা আমাদের ভোট দিন আমরা সুরক্ষা দেব আপনাদের। আমার মাথায় আসছে না, তবে কে সুরক্ষিত আছে এই দেশে? হিন্দু মুসলমান দু’পক্ষই যদি বলেন, কেউ সুরক্ষিত নয়, তাহলে কারা সুরক্ষিত? ভাবুন। আসলে আমাদের দেশে সুরক্ষিত সেই নেতারা যারা সবাইকে বোকা বানিয়ে ভোট নিয়ে যান। হিন্দু-মুসলমান লড়াই বাঁধান।’
ভবিষ্যতে সুসংগত সরকার গঠনের জন্য তিনি মানুষকে একটু ভেবেচিন্তে ভোট দেওয়ার কথা বলে বক্তব্য রাখেন, ‘আমার মনে হয়, নিজেকে বড় করতে গেলে কখনো কাউকে ছোট করার প্রয়োজন হয় না। আমি মনে করি, আমরা আমাদের কিছু কাজের কথা বলব। বিরোধীদল তাদের কিছু কাজের কথা বলবে। যাকে যার পছন্দ তা মানুষই ঠিক করে নেবেন।’
দেবের মতে, ‘দিদি চেয়েছেন বাংলার সকল ছেলে-মেয়ে, বিশেষ করে গরিব পরিবারের সন্তানরা যাতে পড়াশোনার সুযোগ পায়। গত ১০ বছরে সেই কাজ করে এসেছেন দিদি। কীভাবে বাংলার মানুষ ভালো থাকতে পারে, তা দেখতে তিনি বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছেন।’
বিজেপিকে ঘিরে তার মন্তব্য, ‘সম্মানীয় হিন্দু নেতারা লকডাউন এর সময় কোথায় ছিলেন ? লক্ষ লক্ষ শ্রমিক বন্ধুরা যখন পায়ে হেঁটে বাড়ি ফিরছিলেন, খেতে পারছিলেন না, বাড়ি যেতে পারছিলেন না। তখন বিরোধী বন্ধুরা কোথায় ছিলেন? আসলে তখন নির্বাচন ছিল না তো, নির্বাচন থাকলে ঠিক ওই নেতারা চলে আসতেন।’