পশ্চিমবঙ্গ ডেস্কঃ বঙ্গে বিধানসভা নির্বাচনে ভোট সম্পন্ন হয়েছে গত ২৯ শে এপ্রিল। তবে এবার নিল বাড়ি কার দখলে যাবে সেদিকেই তাকিয়ে গোটা বাংলা। ২’রা মে অর্থাৎ আগামীকাল রবিবার ভোটের ফলাফল প্রকাশ করা হবে।
তবে বিধানসভা নির্বাচন ভোট শেষ হওয়ার পর বিভিন্ন সংস্থার তরফ থেকে জরুরি ভিত্তিতে বুথ ফেরত সমীক্ষা তুলে ধরা হয়েছে। বুথ ফেরত সমীক্ষাতে দেখা যাচ্ছে জোরদার লড়াই চলছে ঘাসফুল শিবিরও পদ্ম শিবিরের মধ্যে। একাধিক সমীক্ষায় দেখা গিয়েছে বাংলার বিধানসভা নির্বাচনে এগিয়ে আছে তৃণমূল কংগ্রেস। আবার অন্যদিকে একাধিক সমীক্ষায় দেখা গিয়েছে বাংলার বিধানসভা নির্বাচনে এগিয়ে রয়েছে ভারতীয় জনতা পার্টি।
ঘাসফুল শিবির ও পদ্ম শিবিরের পাশে কোথাও দেখা মিলল না সংযুক্ত মোর্চা কে। বাংলার মানুষ ভেবেছিলো বাম, কংগ্রেস ও আইএসএফ দল এবার একজোট হয়ে ভালো ফল করবে বাংলায়। অনেকেই জানিয়েছিলেন, শাসক দল তৃণমূল কংগ্রেস ও বিরোধী দল ভারতীয় জনতা পার্টি কে টক্কর দিয়ে বাংলায় ভালো ফল করবে সংযুক্ত মোর্চা। এছাড়াও সংযুক্ত মোর্চার বিভিন্ন সভা ও বিভিন্ন নেতার মুখ থেকে শোনা গিয়েছিল এবার বাংলায় তারাই সরকার গঠন করবে।
কিন্তু এ কী হাল সংযুক্ত মোর্চার? বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী সংযুক্ত মোর্চার ৩০ টির বেশী আসন কোথাও দেখা গেলোনা। বুথ ফেরত সমীক্ষা প্রকাশ্যে আসার পর সংযুক্ত মোর্চার সমর্থকদের মধ্যে ইতিমধ্যেই ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। তবে হাল ছাড়েনি বাম নেতা। সম্প্রতি এরইমধ্যে সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র-এর একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় খুবই জনপ্রিয়তা লাভ করছে। ভিডিওটিতে সুকান্ত বাবু কে বলতে শোনা গিয়েছে, ‘আমরা শূন্য পাই, এক পাই, পাঁচ পাই। যদি কিছুই না পাই, বামপন্থীরা বামপন্থীই থাকবে।”
রাজনৈতিক মহলের একাংশ জানিয়েছে, তার এই ভিডিও বার্তা ও সংযুক্ত মোর্চাকে নতুন করে জীবন দিচ্ছে। ওনার কথায়, বামপন্থীরা কখনোই বাম দল ছেড়ে যাবেনা, যদি সে প্রকৃত বামপন্থী হয়। বঙ্গের এই দলবদল এর খেলায় নাম লেখাবেন না বামপন্থীরা। এই দলকে আঁকড়ে ধরে এগিয়ে যাওয়ার চেষ্টা করবে বামপন্থীরা। তবে এই ভিডিওটা কতদিনের পুরনো ও কোথা থেকে উঠে এসেছে সেটা পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্ক-এর পক্ষে জানা সম্ভব হয়নি।