chandana bauri, west bengal politics, bjp
"প্রয়োজনে ৬ মাস জেল খাটবো, রাজমিস্ত্রির কাজ করব, কিন্তু বিক্রি হব না", চন্দনা বাউড়ি | ছবি - সংগৃহীত

পশ্চিমবঙ্গ ডেস্কঃ একুশের বিধানসভা নির্বাচনের আগে থেকেই চলছে দলবদল এর খেলা। তবে নির্বাচনের পর থেকেই বিশেষ করে ভাঙ্গন হয়েছে বিজেপির অন্দরে। বিজেপির তাবড় তাবড় নেতা সহ দল কর্মী সমর্থকরাও ধীরে ধীরে তৃণমূল শিবিরে গিয়ে নাম লেখাচ্ছেন।

বিজেপির নেতা ও কর্মী-সমর্থকরা পুলিশের ভয়ে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করছে বলে অভিযোগ করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। গতকাল অর্থাৎ মঙ্গলবার বিজেপির আসন ছেড়ে তৃণমূলের দলীয় পতাকা হাতে তুলে নিয়েছেন বিষ্ণুপুরের বিজেপি বিধায়ক তন্ময় ঘোষ। বিজেপির অন্দরে ভাঙ্গন ধরিয়ে তৃণমূলে যোগদান করায় এবার আইনি পদক্ষেপ নিতে চলেছে গেরুয়া শিবির।

নন্দীগ্রামের বিজেপির বিধায়ক শুভেন্দু অধিকারী হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন, বিষ্ণুপুরের বিজেপি বিধায়ক তন্ময় ঘোষকে প্রথমে রাজনৈতিক অবস্থান জানতে চেয়ে চিঠি পাঠানো হবে। সেই চিঠির সঠিক উত্তর দিতে না পারলে তার বিরুদ্ধে আইনী পদক্ষেপ অর্থাৎ মামলা দায়ের করা হবে।

chandana bauri, west bengal politics, bjp
“প্রয়োজনে ৬ মাস জেল খাটবো, রাজমিস্ত্রির কাজ করব, কিন্তু বিক্রি হব না”, চন্দনা বাউড়ি | ছবি – সংগৃহীত

এর পাশাপাশি বিজেপির নেতা ও কর্মী সমর্থকদেরকে জোর করে ভয় দেখিয়ে তৃণমূলে যোগদান করানো হচ্ছে বলেও দাবি জানিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। একটি সাংবাদিক বৈঠক শুভেন্দু অধিকারী বলেন, ‘আমাদের একজন দরিদ্র পরিবার থেকে উঠে আসা বিধায়ক চন্দনা বাউরিকে থানার আইসি এবং পুলিশ জানিয়েছে তাঁর নামেও নাকি মামলা হয়ে গেছে। যদি তুমি এখুনি শাসক দলের সঙ্গে রফা না কর, তাহলে তোমাকে জেল খাটতে হবে।’

এছাড়াও শুভেন্দু অধিকারী আরও বলেন, ‘চন্দনা বাউরি নিজের মুখেই সব কিছু জানিয়ে দিয়েছেন, সে বিক্রি হওয়ার লোক নয়। অভাব থাকলেও তন্ময়-এর মত কোটিপতি হওয়ার ইচ্ছে তার নেই।” জানিয়ে রাখি, চন্দনা বাউরি নিজের মুখে জানিয়েছেন, “আমাকে মিথ্যে মামলার ভয় দেখিয়ে শাসক দলে যুক্ত হতে বলছে। নাহলে জেল খাটানোর ভয় দেখাচ্ছে। আমি স্পষ্ট জানিয়ে দিয়েছি, দারিদ্রতা থাকলেও, লোভ নেই। কোটিপতি হওয়ার স্বপ্ন দেখিনি। প্রয়োজনে ৬ মাস জেল খাটবো, রাজমিস্ত্রির কাজ করব, কিন্তু বিক্রি হব না।”

chandana bauri, west bengal politics, bjp
“প্রয়োজনে ৬ মাস জেল খাটবো, রাজমিস্ত্রির কাজ করব, কিন্তু বিক্রি হব না”, চন্দনা বাউড়ি | ছবি – সংগৃহীত

সবশেষে রাজ্যের বিরোধী দল নেতা তথা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী রাজ্যের শাসক দলকে নিশানায় নিয়ে হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘শুধুমাত্র চন্দনা বাউরিকেই নয়, শাসক দলের পক্ষ থেকে একাধিক নেতৃত্বকে এভাবে ভয় দেখিয়ে দলে টানার চেষ্টা করছে। আর এটা ওদের পুরনো অভ্যাস। তবে শুনে রাখুন, মুকুল রায়ের সদস্য পদ যেমন বাঁচাতে পারবেন না, তেমনই তন্ময় ঘোষের সদস্যপদও বাঁচাতে পারবেন না, শুধু একটু সময় লাগতে পারে।’


আরও পড়ুনঃ- “একজন বাঙালি প্রধানমন্ত্রী চাই, তবে সে বিজেপির থেকে হলেও আপত্তি নেই”, সাংবাদিকের মুখমুখি দেব

আরও পড়ুনঃ- Corona Vaccine: এবার থেকে কুপন ছাড়া মিলবে না ভ্যাকসিন, নয়া নির্দেশিকা নবান্নের