BJP, TMC, Pradhan Mantri Gramin Awas Yojana, west bengal, বিজেপি, তৃণমূল, প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনা, পশ্চিমবঙ্গ
পূর্বের হিসাব স্পষ্ট না হলে আবাস যোজনার বরাদ্দ টাকা থেকে বিরত থাকবে রাজ্য - চিঠি কেন্দ্রের

পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ নতুন বছরে প্রধানমন্ত্রী আবাস যোজনার অধীনে রাজ্যের গ্রামবাসীদের বাড়ি তৈরি করার অনুমোদন দিয়েছে কেন্দ্র সরকার। কিন্তু এখনো পর্যন্ত রাজ্যে এসে পৌঁছল না অনুমোদনের বরাদ্দ টাকা। তার আগেই পূর্বের হিসাব খতিয়ে দেখার জন্য রাজ্যকে চিঠি পাঠালো কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী। তারপরেই মিলবে নতুন অনুমোদনের টাকা।

গত বছর কেন্দ্র সরকার প্রধানমন্ত্রী আবাস যোজনার অধীনে বাড়ি তৈরি করা নিয়ে রাজ্যকে হুশিয়ারি দিয়েছিল। রাজ্যকে জানিয়েছিল ২০২২ সালের ৩১শে ডিসেম্বরের মধ্যে রাজ্যে সমস্ত উপভোক্তাদের নাম ও ব্যাঙ্কের অ্যাকাউন্ট তালিকাভুক্ত করে জমা দিতে হবে। তা নাহলে এই অনুমোদন চলে যাবে অন্য রাজ্যে। সেই শুনে রাজ্য সরকার ত্রিস্তরীয়ভাবে উপভোক্তাদের নাম নথিভুক্ত করে। তবে গত শুক্রবার পর্যন্ত সেই অনুমোদনের টাকা রাজ্যে আসেনি কেন্দ্রের তরফ থেকে।

কেন্দ্র সরকার প্রধানমন্ত্রী আবাস যোজনার অধীনে বাড়ি তৈরি করার জন্য রাজ্য সরকারকে ৬০ শতাংশ টাকা অর্থাৎ ৮,২০০ কোটি টাকা দেওয়ার কথা ঘোষণা করা হয়েছিল। বাকি ৪০ শতাংশ টাকা দিতে বলা হয়েছে রাজ্য সরকারকে। কেন্দ্রের তরফে জানানো হয়েছে, ১১ লক্ষ ৩৬ হাজার বাড়ি তৈরি করার জন্য কেন্দ্র সরকার ৮,২০০ কোটি টাকার অনুমোদন দেওয়া হবে রাজ্যকে।

কিন্তু এখনো পর্যন্ত সেই টাকা এসে পৌঁছয়নি রাজ্যে। আর তার মধ্যেই কেন্দ্র সরকার রাজ্যকে পাঠালো কয়েকশো পাতার চিঠি। কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের তরফ থেকে রাজ্য সরকারকে এক চিঠির মাধ্যমে জানানো হয়েছে, পূর্বের প্রধানমন্ত্রী আবাস যোজনার দেওয়া টাকার হিসেব দিতে হবে রাজ্যকে। শুধু তাই নয়, হিসেব দিতে হবে গ্রামের অন্যান্য কর্মসংস্থান প্রকল্পেরও।

এই হিসেব না দেওয়া পর্যন্ত রাজ্য পাবে না আগামী প্রধানমন্ত্রী আবাস যোজনার অধীনে বাড়ি তৈরি করার বরাদ্দ টাকা। প্রধানমন্ত্রী আবাস যোজনার অধীনে বাড়ি তৈরিতে প্রতি বাড়ি পিছু খরচ হবে এক লক্ষ কুড়ি হাজার টাকা। শুধু বাড়িই নয়, সেই সাথে শৌচালয় তৈরি করে দেওয়ার কথাও ঘোষণা করেছে কেন্দ্র। কিন্তু এখনো পর্যন্ত পাওয়া যায়নি সেই অনুমোদনের বরাদ্দ টাকা।