whatsapp new policy, নয়া পলিসি, whatsapp policy, হোয়াটসঅ্যাপ
ছবিঃ সংগৃহীত

পশ্চিমবঙ্গ ডেস্কঃ হোয়াটসঅ্যাপের নয়া প্রাইভেসি পলিসি গ্রহণ করতেই হবে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের, এমনটাই জানালো হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ। কিছুদিন আগেই হোয়াটসঅ্যাপের নয়া প্রাইভেসি পলিসি নিয়ে বিতর্ক তুঙ্গে।

নয়া প্রাইভেসি পলিসি নিয়েও ব্যবহারকারীদের মধ্যে জল্পনা গড়িয়েছে বহুদূর। ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য সুরক্ষা নেই এমনটাই দাবি হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের। হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য ফেসবুকে শেয়ার করছে এমনই বিভিন্ন ধরনের অভিযোগ উঠে আসছে হোয়াটসঅ্যাপ এর বিরুদ্ধে। হোয়াটসঅ্যাপের নয়া পলিসিকে কেন্দ্র করেই জল গড়িয়ে দিল্লি হাইকোর্ট পর্যন্ত পৌঁছেছিল।

হোয়াটসঅ্যাপের নয়া প্রাইভেসি পলিসি আসার পর ব্যক্তিগত তথ্য সুরক্ষিত থাকবে না এমনটাই ভেবে মুখ ঘুরিয়েছেন অনেক হোয়াটসঅ্যাপ ইউজাররা। অনেকেই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ডিলিট করে টেলিগ্রাম বা সিগন্যাল এর মতো অ্যাপ গুলির সঙ্গে যুক্ত হয়েছেন।

হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ জানিয়েছে, নয়া প্রাইভেসি পলিসি নিয়ে প্রবল চাপের মুখে পড়তে হয়েছে তাদেরকে। নয়া প্রাইভেসি পলিসি ৮ ফেব্রুয়ারির মধ্যে গ্রহণ না করলে অ্যাকাউন্ট ডিলিট হয়ে যাবে এমনটাই ঘোষণা করা হয়েছিল। বিভিন্ন বিতর্কের মুখে পড়ে পিছুপা হতে হয়েছে হোয়াটসঅ্যাপ সংস্থাকে।

শেষমেষ নয়া পলিসি নিয়ে হাজির হোয়াটসঅ্যাপ। হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ জানিয়েছে ১৫ মে এরমধ্যে নয়া প্রাইভেসি পলিসি গ্রহণ না করলে বন্ধ করে দেওয়া হবে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট। হোয়াটসঅ্যাপ জানিয়েছে তারা ইউজারদের ব্যক্তিগত তথ্য ফেসবুকে শেয়ার করেনা। নয়া প্রাইভেসি পলিসি গ্রহণ করলে ঠিক আগের মতনই নিরাপদে ব্যবহার করতে পারবেন হোয়াটসঅ্যাপ।

হোয়াটসঅ্যাপ এর নয়া প্রাইভেসি পলিসি গ্রহণ করলে ব্যক্তিগত তথ্য সুরক্ষিত থাকবে। হোয়াটসঅ্যাপ কখনোই ব্যক্তিগত তথ্য কাউকে শেয়ার করে না। তারা জানিয়েছে, ইউজারদের জন্য কিছু আকর্ষণীয় ফিচার অ্যাড করেতই নয়া পলিসি নিয়ে আসা হচ্ছে। তবে তা ১৫ মে এর মধ্যে অবশ্যই আপডেট গ্রহণ করবেন ইউজাররা। না হলে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ডিলিট হয়ে যাবে।