কলকাতা মেট্রো, kolkata metro rail, metro, indian rail, rail news, corona,
ছবিঃ সংগৃহীত

পশ্চিমবঙ্গ ডেস্কঃ করোনার দ্বিতীয় ঢেউ দেশজুড়ে ছড়িয়ে পড়েছে। সবথেকে বেশি করোনা আক্রান্ত হয়েছে মহারাষ্ট্রে। তবে এবার বাংলাতেও করোনা আক্রান্তের নতুন ভবে প্রভাব দেখা দিয়েছে। গত ২৪ ঘন্টায় বাংলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১,২৭৪ জন।

কলকাতা মেট্রো
ছবি – কলকাতা মেট্রো

নতুন করে করোনার সংক্রমণ রুখতেই মাথাচাড়া দিয়ে বসল রেল কর্তৃপক্ষ। ‘নো মাস্ক, নো মেট্রো’। মাস্ক ব্যবহার না করলে গুনতে হবে শুল্ক মাশুল। তাছাড়াও করোনা বিধি মেনে মাস্ক ব্যবহার না করলে মেট্রোরেলে যাতায়াত করতে পারবেন না যাত্রীরা। মেট্রোরেল চত্বরে মাস্ক ব্যবহার না করলেও হবে জরিমানা।

মাস্ক ছাড়া এবার থেকে কোন ভাবেই মেট্রোরেলে যাতায়াত করতে পারবেনা যাত্রীরা। গত বুধবার এই নির্দেশিকা জারি করল মেট্রো রেল কর্তৃপক্ষ। এই নিয়ম সম্পর্কে যাত্রীদেরকে জানাতে প্রতিটি স্টেশনে ইতিমধ্যে পোস্টার লাগানো শুরু করে দিয়েছে রেল কর্তৃপক্ষ। করোনা সংক্রমণ রুখতে মাস্ক ব্যাবহার করা কতটা জরুরি তা বোঝাতে নয়া নিয়ম মেট্রো রেল কর্তৃপক্ষের।

গত মার্চের তৃতীয় সপ্তাহ থেকেই কলকাতার মেট্রো রেলের তরফ থেকে করোনা বিধি মেনে চলার সচেতন মূলক প্রচার চালানো হচ্ছিল। যাত্রীদেরকে কভিড-১৯ বিধি মেনে স্যানিটাইজার ও মাস্ক ব্যবহারে সর্তকতা জারি করছিল মেট্রো রেল কর্তৃপক্ষ। তবে তার প্রভাব তেমন কিছুটা দেখা যায়নি আমজনতার মধ্যে।

এবার কঠোর আইন নিয়ে হাজির মেট্রো রেল কর্তৃপক্ষ। বুধবার নতুন নির্দেশিকা জারি করল মেট্রোরেল এর পক্ষ থেকে। জানানো হয়েছে, বিনা মাস্ক ব্যবহারকারী যাত্রীদের স্টেশন চত্বরে বা মেট্রোতে দেখামাত্রই জরিমানা ভরতে হবে ২০০ টাকা। এছাড়াও নিয়ম লঙ্ঘনকারী যাত্রীদের দুর্যোগ ব্যবস্থাপনার আইনের আওতায় দণ্ডিত করা হবে।