পশ্চিমবঙ্গ ডেস্কঃ রাজ্যে একুশের বিধানসভা ভোট হাত গুনে আর কয়েকটা দিন মাত্র। দিন যতই এগিয়ে আসছে, প্রার্থীদের প্রচার ও জনসংযোগ ততই বাড়ছে। তার সঙ্গে বেড়ে চলেছে দেওয়াল লিখনও। এবার নতুন আইন নিয়ে আসলো নির্বাচন কমিশন।
প্রার্থীরা প্রচারে বেরিয়ে করমর্দন কিংবা হ্যান্ডশেক করলেই দিতে হবে মোটা অঙ্কের জরিমানা ও দু বছরের জেল। কেন এমন আইন নিয়ে আসলো নির্বাচন কমিশন? একুশের বিধানসভা ভোটের আগেই দেশে আবারও লাগামছাড়া সংক্রমণ শুরু হয়েছে। তার ফলেই চিন্তিত নির্বাচন কমিশন।
সংক্রমনের কথা ভেবেই নির্বাচন কমিশনের তরফ থেকে গতকাল জানানো হয়েছে, ভোটারদের ভোট দিতে যেতে হবে মুখে মাক্স ও হাতে গ্লাভস পড়ে এবং তার সাথে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে ভোট দান করতে হবে।শুধু ভোটারদের ক্ষেত্রেই নয়। প্রার্থীদের কেউ সতর্ক করে নির্বাচন কমিশন জানিয়েছে, প্রার্থীরা ভোট প্রচারে জনসংযোগ করতে গিয়ে করমর্দন বা হ্যান্ডশেক করতে পারবেন না।
কোন ছোট শিশুকে কোলে নিতে পারবেন না। কোভিড প্রটোকল মেনে করতে হবে জনসংযোগ। প্রার্থীরা প্রচারে বেড়ালে সব সময় ব্যবহার করতে হবে মাক্স ও স্যানিটাইজার। নির্বাচন কমিশনের তরফ থেকে জেলার মুখ্য নির্বাচনী অধিকারীদের কেউ এই ব্যাপারে সক্রিয় হতে নির্দেশ দেওয়া হয়েছে।
নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে কমিশনের কোনো নির্দেশ অমান্য করলেই সংশ্লিষ্ট প্রার্থীদের প্রার্থী পদ খারিজ হবে শুধু এটুকুই নয়। কমিশনের আইন অমান্য করলে ভরতে হবে মোটা অঙ্কের জরিমানা এবং মহামারী আইনে দু বছরের জেল।
সমস্ত কিছুতেই দুরত্ব বিধি মেনে চলার আইন এনেছে নির্বাচন কমিশন। রোড শো এর ক্ষেত্রেও দুরত্ব বিধি মেনেই রোড শো করতে হবে এমনটাই জানিয়েছে নির্বাচন কমিশন। রোড শো এর সময় নিরাপত্তারক্ষীর গাড়ি বাদে রোড শোতে পাঁচটি গাড়ির অধিক গাড়ি একসঙ্গে চলাচল করা যাবে না। একের পর এক কনভয়ের গাড়ি গুলি নির্দিষ্ট দূরত্ব মেনে চালাতে হবে কমপক্ষে আধা ঘন্টা।