পশ্চিমবঙ্গ ডেস্কঃ রাজ্যে চালু হয়েছে দুয়ারে সরকার প্রকল্প। রাজ্য সরকারের তৈরি এই প্রকল্পের মতই, দুয়ারে পরিষেবা নিয়ে হাজির ভারতীয় স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI)। করোনা আবহের মধ্য দিয়ে গ্রাহকদের সুবিধার্থে নতুন ঘোষণা এসবিআই কর্তৃপক্ষের।
অনেকেই অসুস্থ এবং বার্ধক্য জনিত সমস্যা ছাড়াও বিভিন্ন কারণে ব্যাংকে উপস্থিত হয়ে টাকা লেনদেন করতে পারেন না। যার কারণে নানা রকম সমস্যার সম্মুখীন হতে হয় তাদেরকে। তবে এবার থেকে আর কোনো ঝঞ্ঝাট পোহাতে হবে না এসবিআই (SBI) গ্রাহকদের। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার টুইটার অ্যাকাউন্ট থেকে একটি বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, এবার থেকে এসবিআই গ্রাহকরা বাড়িতে বসেই তুলতে পারবেন নগদ টাকা, চেক বই, পে অর্ডার এছাড়াও মিলবে ব্যাংকের অন্যান্য পরিষেবা।
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এই সুবিধা পেতে গেলে এসবিআই গ্রাহকদেরকে হোম ব্রাঞ্চ আবেদন করতে হবে। সেখানে গ্রাহকদেরকে “ডোর স্টেপ সার্ভিস” (Door Step Service) এর জন্য নাম নথিভুক্ত করাতে হবে। তবে এই পরিষেবা পাওয়ার জন্য গ্রাহকের রেজিস্টার ঠিকানা, হোম ব্রাঞ্চ-এর পাঁচ কিলোমিটারের মধ্যে থাকতে হবে।
পাঁচ কিলোমিটারের অধিক দুরত্বে থাকলে এই সুবিধা থেকে বঞ্চিত হবেন। নাম নথিভুক্ত করানোর জন্য মোবাইল ব্যাংকিং অথবা রেজিস্টার মোবাইল নাম্বার এর প্রয়োজন হবে। এছাড়াও টোল-ফ্রি ১৮০০১১১১০৩ এই নম্বরটিতে ফোন করে দুয়ারে পরিষেবার জন্য আবেদন করতে পারবেন। দুয়ারে পরিষেবা পেতে নিজস্ব ব্যাংকে গিয়েও বিশদ জেনে নিতে পারেন।
দুয়ারে পরিষেবার মাধ্যমে প্রতিদিন ২০,০০০ টাকা জমা ও তোলা করতে পারবেন। টাকা-পয়সা লেনদেনের জন্য জিএসটি চার্জ কাটা হবে ১০০ টাকা। পাশাপাশি লেনদেন পরিষেবার জন্য অতিরিক্ত শুল্ক হিসেবে ৬০ টাকা দিতে হবে গ্রাহককে। উল্লেখ্য, পার্সোনাল ও মাইনর একাউন্টের জন্য গ্রাহকরা এই দুয়ারে পরিষেবা পাবেন না।