পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ দেশের জনসংখ্যা যেমন দেশের সম্পদ, তেমনই অতিরিক্ত জনসংখ্যা বৃদ্ধি হলেও একই ভাবে সঙ্কটের সম্মুখীন হয় দেশ। বার বারই দেশের জনসংখ্যা বৃদ্ধি নিয়ে সরব হয়েছেন বুদ্ধিজীবীরা। কিন্তু কোনও ভাবেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না জনসংখ্যা।
এমত অবস্থায় জনসংখ্যা নিয়ন্ত্রণের জন্য সরকার থেকে এখনও কোনও রকম বড় সিদ্ধান্ত নেওয়া হয়নি। দুয়ের বেশী তিন নম্বর সন্তান হলেই হতে পারে হাজতবাস বা জরিমানা এই নিয়ে যদিও সরব হয়েছেন অনেক তারকা এবং সামাজিক ব্যক্তিত্বরা।
দেশের সমস্ত রকম উন্নতির পেছনে যেমন রয়েছে দেশের সাধারণ মানুষ, তেমনই এই বিপুল জনসংখ্যা অনেক সময় দেশের জন্য অভিশাপ হিসেবে পরিগণিত হয়। অনেক দিন থেকেই অনেক অ্যাকটিভিসট এবং বুদ্ধিজীবীরা এই বিষয় আলোচনা এবং বিরোধীতা করে এসেছেন। তবে কিছুতেই কোনও ভাবেই দেশের জনসংখ্যা নিয়ন্ত্রণ করা যাচ্ছে না।
স্পষ্টবাদী নায়িকা হিসেবে পরিচিত বলিউডের কুইন কঙ্গনা রানাওয়াত সম্প্রতি দেশের জনসংখ্যা অতিরিক্ত বেড়ে যাবার জন্য টুইট করেছেন। অভিনেত্রীর মতে দেশের সমস্ত সঙ্কটজনক পরিস্থিতির জন্য একমাত্র দায়ী দেশের বিপুল জনসংখ্যা। এমত অবস্থায় আজকের দিনে দুয়ের বেশী তিন সন্তান হলেই জরিমানা বা জেল হওয়ার জন্য আবেদন জানিয়েছেন নায়িকা।
তাঁর টুইট নিয়ে অনেকে তাঁকে ট্রোল করলে তিনি এক সেলিব্রেটির ট্রোলের উত্তরে বলেন যে, “বোকার মত কথা বলোনা। আমার দাদুর বাবার ৮ সন্তান ছিল। কিন্তু সেই সময় কালে অনেকেই মারা যায়। সময়ের সাথে বদলাতে হয়। চীনের মত অবিলম্বে আমাদেরও জন সংখ্যা নিয়ন্ত্রণে জোর দেওয়া উচিৎ।”