পশ্চিমবঙ্গ ডেস্কঃ মারণ রোগ করোনা ভাইরাস জাঁকিয়ে বসেছে গোটা দেশজুড়ে। করোনা মোকাবিলায় দেশের বিভিন্ন রাজ্যে লকডাউন জারি করা হয়েছে এবং বর্তমানে কিছু কিছু রাজ্যে লকডাউন জারি রয়েছে। তবে কোভিড পরিস্থিতির মধ্য দিয়েই নয়া ঘোষণা দিল্লি সরকারের।
শুধু সূরা প্রেমীদের জন্যই, নয়া ঘোষণা করলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। এবার থেকে বাড়িতে বসেই পেয়ে যাবেন দেশী ও বিদেশী মদ। গত ফেব্রুয়ারি মাস থেকে কার্যত লকডাউন এর পথে হেঁটেছে দিল্লি সরকার। তবে এবার ধীরে ধীরে আনলকের পথে হাঁটছে দিল্লি প্রশাসন। সূরা প্রেমীদের জন্য এমন ঘোষণায় খুবই খুশি দিল্লির আমজনতা।
দিল্লি সরকারের এমন ঘোষণার কারণ কি ? রীতিমতো করোনার রাশ টানতে মরিয়া হয়ে পড়েছিল দিল্লি সরকার। যার ফলে লকডাউন এর পথে হাঁটতে বাধ্য হয় রাজধানী দিল্লি। তবে লকডাউন ঘোষণা করার পরে মদের দোকান গুলিতে উপচে পড়া ভিড়। কোভিড দূরত্ব বিধি তো দূরের কথা, মদ কিনতে গিয়ে জীবন বাজি রেখে লাইনে দাঁড়াচ্ছে তারা। এমন পরিস্থিতিতে আশঙ্কা বাড়ছে মদ প্রস্তুতকারক সংস্থা-দেরও।
এমন পরিস্থিতিতে মদ প্রস্তুতকারক সংস্থাগুলি দিল্লি সরকারের দ্বারস্থ হয় এবং তারা জানান এই কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে দেশী ও বিদেশী মদ তারা অনলাইনের মাধ্যমে বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার পরিষেবা চালু করতে চায়। এর জন্য সরকারের কাছ থেকে সবুজ সঙ্কেত চাওয়া হয়। হোম ডেলিভারির ফলে কার্যত দোকানে ভিড় কম হবে এবং সংক্রমণ থেকে রক্ষাও পাওয়া যাবে।
তবে মদ প্রস্তুতকারক সংস্থাদের আবেদন মেনে নিল দিল্লি সরকার। বাড়িতে বসে অনলাইনে অর্ডার দিলেই পেয়ে যাবেন দেশী ও বিদেশী মদ। সেই ঘোষণা করলেন আম আদমি পার্টির নেতা তথা দিল্লীর মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তবে এবার দিল্লি সরকারের তরফ থেকে জানা গিয়েছে, বর্তমানে দৈনিক সংক্রমণ অনেকটাই নিয়ন্ত্রণে আছে রাজধানী দিল্লিতে। তাই এবার ধীরে ধীরে সমস্ত কিছুই আনলক করতে চায় দিল্লি সরকার। সেজন্যই প্রথমে সূরা প্রেমীদের জন্যই নয়া ঘোষণা করলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।
সূরা প্রেমীরা এবার বাড়িতে বসেই পেয়ে যাবেন দেশী, বিদেশী মদ। শুধুমাত্র ফোনের মাধ্যমে অডার দিলেই বাড়িতে পৌঁছে যাবে মদ। দিল্লি সরকারের এমন উদ্যোগে খুবই খুশি হয়েছে আমজনতা।