পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ সারা বিশ্বের মত ভারতেও করোনা ভাইরাসের আক্রান্তের সংখ্যা হু হু করে বেড়েই চলেছে। এমত অবস্থায় চিকিৎসক এবং বিশেষজ্ঞদের মত হল সকলেই যেন সবসময় মাস্ক ব্যবহার করেন এবং সবসময় সোশ্যাল ডিসটেন্স মেনে চলেন। কিন্তু বিভিন্ন সোশ্যাল মিডিয়া পোস্ট থেকে জানা যাচ্ছে যে দীর্ঘক্ষণ মাস্ক পরে থাকলে দেহে হতে পারে অক্সিজেনের অভাব। কতটা সত্য এই তথ্য ? আসুন জেনে নেওয়া যাক –
বেশ অনেক দিন ধরেই সোশ্যাল মিডিয়াতে একটি খবর ছড়িয়ে গেছে যে, দীর্ঘক্ষণ মাস্ক পরে থাকলে সাধারণ মানুষ অনেক রকম অসুবিধের সম্মুখীন হচ্ছে। মাস্ক দীর্ঘক্ষণ পরে থাকলে একদিকে যেমন দেহে অক্সিজেনের অভাব হচ্ছে তেমনই দেহে বেড়ে যাচ্ছে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ।
এই সমস্ত সোশ্যাল মিডিয়া পোস্ট সাধারণ মানুষের মনে সৃষ্টি করেছে আতঙ্ক। কিন্ত বিভিন্ন সমীক্ষার ফলে দেখা গেছে যে, এই তথ্যটি অর্থাৎ “দীর্ঘক্ষণ মাস্ক পরে থাকলে দেহে অক্সিজেনের অভাব হয়ে বেড়ে যাচ্ছে কার্বন ডাই অক্সাইড”, সেটি একেবারেই ভুয়ো। এই রইকম সোশ্যাল মিডিয়া পোস্ট এর কোনও বিশ্বাস যোগ্যতা নেই।
It is being claimed in a message that prolonged usage of masks leads to intoxication of CO2 & oxygen deficiency in the body.#PIBFactCheck: This claim is #FAKE. Stop the spread of Coronavirus by wearing mask properly, maintaining social distance and washing hands regularly. https://t.co/EYcl3JxJPO pic.twitter.com/PN6wAFOp3F
— PIB Fact Check (@PIBFactCheck) May 10, 2021
বিশেষজ্ঞ এবং চিকিৎসকদের মতে এই করোনা পরিস্থিতিতে সবসময়ই মাস্ক ব্যবহার করা উচিৎ। অর্থাৎ বাইরে বেরোলে ডবল মাস্ক এবং ঘরে একটি মাস্ক। তা সে সুতির হক কিংবা এন৯৫ বা সারজিক্যাল। চিকিৎসকদের মতে কোনও মাস্কই দেহের অক্সিজেনের মাত্রা কমাতে পারেনা।
এছাড়াও চিকিৎসক এবং বিশেষজ্ঞদের মতে করোনার এমন ভয়ঙ্কর পরিস্থিতিতে যেখানে সকলের জীবন একেবারে বিপন্ন সেক্ষেত্রে মাস্ক, হাত ধোয়া, স্যানিটাইজার এবং সোশ্যাল ডিসটেনস খুবই জরুরি।