৩ দিন ছুটি, শ্রম কোড
ছবি - সংগৃহীত

পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ- কর্মবীরদের জন্য এবার আসতে চলেছে সুখবর। এবার আরো লম্বা হতে পারে উইকেন্ড। কেন্দ্র সরকারের নতুন শ্রম কোডে আগের বেতনে মাত্র সপ্তাহে চারদিন কাজ করে তিন দিন ছুটি কাটাতে পারেন কর্মচারীরা। তবে রয়েছে কিছু শর্ত।

কেন্দ্র সরকারের নতুন শ্রম কোডে বলা আছে সপ্তাহে চারদিন কাজ করতে পারবেন চাকরিজীবীরা। কিন্তু পুরো সপ্তাহের একটি কর্মচারীকে মোট কাজ করতে হবে ৪৮ ঘন্টা। কেউ যদি চার দিন অফিসে কাজ করেন তাহলে তাকে প্রত্যেকদিন কাজ করতে হবে ১২ ঘন্টা করে।

প্রত্যেক সপ্তাহে একটি ছুটির দিন আগে থেকেই কর্মচারীদের আইন সিদ্ধ। তাহলে যদি একজন কর্মচারী সপ্তাহে ছয়দিন কাজ করে তাহলে ৮ ঘন্টা করে কাজ করলে তাকে কাজ করতে হয় ৪৮ ঘন্টা। কিন্তু কেউ যদি সপ্তাহে চারদিন কাজ করতে চান তাহলে তাকে মোট ৪৮ ঘন্টা কাজ করতে হবে। প্রত্যেকদিন ১২ ঘন্টা করে কাজ করতে হবে, তাহলে পাবেন 3 দিন ছুটি। আগামী কয়েক সপ্তাহের মধ্যে লাগু হতে পারে এই আইন।

কেন্দ্রীয় শ্রম সচিব অরূপ চন্দ্র জানান এই নিয়মের ক্ষেত্রে তেমন কোনো কড়াকড়ি নেই। কোন কর্মী বা কোন সংস্থা যে কোন নিয়ম পালন করবে সেটা সেই সংস্থার সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার। যে সংস্থা চাইবে ছয়দিন কাজ করতে হবে তারা সেই ভাবেই কাজ করতে পারবে এবং যে সংস্থা চাইবে চারদিন কাজ করাতে তারা চারদিন কাজ করাতে পারবে।

এর আগে জাপানে ও বিভিন্ন দেশে এই আইন আগে থেকেই লাগু করা আছে এবং তারা এই আইনে কাজ করে এর আগে অনেক সুফল পেয়েছে। ভারতে বিশেষ করে কর্পোরেট সেক্টরে এই আইন লাগু হওয়ার খুশিতে অনেকেই তাঁদের মতামত জানিয়েছেন সোশ্যাল মিডিয়ায়।