ISI 2022 Employment : কর্মী নিয়োগ ইন্ডিয়ান স্ট্যাটিসটিক্যাল ইনস্টিটিউটে, বিস্তারিত পড়ুন
news, west bengal, west bengal govt job news, government jobs in west bengal, ISI employment 2022, indian statistical institute, নিউজ, পশ্চিমবঙ্গ, পশ্চিমবঙ্গের সরকারি চাকরির খবর, পশ্চিমবঙ্গে চাকরির খবর, ইন্ডিয়ান স্ট্যাটিসটিক্যাল ইনস্টিটিউট, আই এস আই কর্মীনিয়োগ ২০২২ | ছবি - সংগৃহীত

পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ চাকরি প্রার্থীদের জন্য সুখবর। এবার পশ্চিমবঙ্গেও তৈরি হচ্ছে একাধিক কর্মসংস্থানের সুযোগ। সরকারি বা বেসরকারি দুই ক্ষেত্রেই কর্মী নিয়োগ প্রক্রিয়া চলছে জোর কদমে। সত্রের খবর, ইন্ডিয়ান স্ট্যাটিসটিক্যাল ইনস্টিটিউট বা ভারতীয় রাশিবিজ্ঞান সংস্থার অধীনে কর্মী নিয়োগ করা হবে।

একটি বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে, ডকুমেন্টেশন অ্যান্ড ইনফরমেশন সায়েন্স ডিভিশনের অধীনে লাইব্রেরিতে এবং সায়েন্টোমেট্রিক রিভিউ অব ম্যাথেমেটিক্যাস সায়েন্স রিসার্চ বিভাগে কর্মী নিয়োগ করা হবে। দুই ক্ষেত্রেই অস্থায়ী ভিত্তিতে কর্মী নিয়োগ করা হবে। ইন্টারভিউয়ের ঠিকানাঃ সেন্টার ফর সফ্ট কম্পিউটিং রিসার্চ, আর.এ ফিশার ভবন, ১ম তল, ইন্ডিয়ান স্ট্যাটিসটিক্য়াল ইন্সটিটিউট, কলকাতা।

প্রজেক্ট অ্যাসিস্টেন্ট পদে কর্মী নিয়োগ হবে ক্যাটেগরি এ তে। জুনিয়র প্রজেক্ট অ্যাসিস্টেন্ট পদে কর্মী নিয়োগ হবে ক্যাটেগরি-বি তে। প্রজেক্ট অ্যাসিস্টেন্ট পদের জন্য আবেদনকারী প্রার্থীর মাইক্রোবায়োলজি,বায়োকেমিস্ট্রি, বায়োটেকনোলজি, জুলজি কিংবা ফিজিওলজির মত যে কোনো একটি বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। জুনিয়র প্রজেক্ট অ্যাসিস্টেন্ট পদে আবেদনকারী প্রার্থীর এমএসসি, বি.ই বা বিটেক ডিগ্রি থাকতে হবে।

দুটি ক্ষেত্রে মোট দুটি শূন্য পদে চুক্তির ভিত্তিতে অস্থায়ী কর্মী নিয়োগ করা হবে। প্রজেক্ট অ্যাসিস্টেন্ট পদে বেতন মাসিক ৩১ হাজার টাকা থেকে শুরু এবং জুনিয়র প্রজেক্ট অ্যাসিস্টেন্ট পদে বেতন মাসিক ১৬ হাজার টাকা থেকে শুরু। সেই সাথে প্রার্থীকে অবশ্যই ভারতীয় হতে হবে।

নিয়োগ পদ্ধতিঃ
এই পদের জন্য আবেদনকারী প্রার্থীদের কোনো লিখিত পরীক্ষা দিতে হবে না। সরাসরি ওয়াক-ইন ইন্টারভিউয়ের মাধ্যমে কর্মী নিয়োগ করা হবে। আগামী ৫ই ডিসেম্বর সকাল ১০ টা থেকে ইন্টারভিউ নেওয়া হবে।