পশ্চিমবঙ্গ ডেস্কঃ ইয়াস পরবর্তী পরিস্থিতিতে ত্রিপল চুরির অভিযোগ উঠেছে রাজ্যের বিরোধীদলের নেতা তথা বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারীর নামে। অবশেষে সেই ত্রিপল ইস্যুকে কেন্দ্র করে মুখ খুললেন শুভেন্দু অধিকারী।
ত্রিপল ইস্যুকে কেন্দ্র করে দিল্লি থেকে জবাব দিলেন শুভেন্দু বাবু। এদিন তিনি বলেন, “আমার এত দুর্ভাগ্য হয়নি যে ত্রিপুল চুরি করতে যাব।” এর পাশাপাশি চুরির অভিযোগে এফআইআর দায়ের করা নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি। তিনি বলেন, “আমার নামে এফআইআর যে কেউ দায়ের করতেই পারে। তবে আইনি পথে তার জবাব দেওয়া হবে।”
শুভেন্দু অধিকারী এককালীন তৃণমূলের বিধায়ক ছিলেন। একুশের বিধানসভা নির্বাচনের আগে তিনি তৃণমূল ছেড়ে বিজেপিতে এসে নাম লিখিয়েছেন। এরপরই তিনি তৃণমূলের দুর্নীতি থেকে কাটমানি সমস্ত কিছু নিয়ে সরব হন। নন্দীগ্রাম থেকে ভোটে জিতে বিধায়ক হবার পরেই তার নামে ত্রিপল চুরির বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে কাঁথি থানায়।
ত্রিপল চুরির ঘটনায় তার দুই নিরাপত্তারক্ষীর নামে এফআইআর দায়ের করা হয়েছে। ইতিমধ্যেই কাঁথি থানার পুলিশ তার দুই নিরাপত্তারক্ষীকে জিজ্ঞাসাবাদের জন্য চিঠি পাঠিয়ে ছিল। পুলিশের দেওয়া সেই চিঠি গ্রহণ করেননি তার দুই নিরাপত্তারক্ষী। বরং এবার ফিল্ডে নেমে পড়েছেন শুভেন্দু অধিকারী নিজেই।
ইয়াস পরবর্তী পরিস্থিতি নিয়ে আজ তিনি দিল্লি থেকে সরব হলেন। ইয়াস পরবর্তী পরিস্থিতি খতিয়ে দেখার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ডাকা কলাইকুন্ডা বৈঠক নিয়েও ক্ষোভ উগরে দেন শুভেন্দু অধিকারী। এদিন তিনি বলেন, “প্রধানমন্ত্রীকে বুড়ো আঙ্গুল দেখিয়েছেন প্রাক্তন মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। তিনি প্রধানমন্ত্রীকে অসম্মান করেছেন।”
উল্লেখ্য, প্রধানমন্ত্রীর বৈঠক ছেড়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দীঘায় ইয়াস পরবর্তী পরিস্থিতি খতিয়ে দেখতে বেরিয়ে আসেন তৎকালীন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। ওই ঘটনাটিকে কেন্দ্র করে শুভেন্দু অধিকারী এমন মন্তব্য।
আজ রাজ্যের বিরোধী দলনেতা তথা বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক করেন। তিনি সেখানে ভোট পরবর্তী হিংসা ও পরবর্তী পরিস্থিতি নিয়ে সরব হয়েছেন। শাসকদলের বিরুদ্ধে অভিযোগ করে তিনি বলেছেন, “রাজ্য সরকার সংবিধান মানছেন না। রাজ্যে ভোট পরবর্তী হিংসা এখনও অব্যাহত। ৩৫৬ ধারা জারির থেকেও খারাপ অবস্থা রাজ্যের।” জানা গিয়েছে, আগামী কাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করার কথা রয়েছে শুভেন্দু অধিকারীর।