পশ্চিমবঙ্গ ডেস্কঃ একুশের বিধানসভা ভোটকে কেন্দ্র করে রাজনৈতিক হিংসা চরমে। বঙ্গে শাসক দল ও বিরোধী দলের মধ্যে প্রতিনিয়ত সংঘর্ষ হয়েই চলেছে। তবে একুশের ভোটযুদ্ধের মধ্য দিয়েই গঙ্গাবক্ষে দেখা মদন মিত্রের সঙ্গে বিজেপির তারকা প্রার্থীদের।
দোল পূর্ণিমার দিন গঙ্গাবক্ষে নৌকা বিলাসে তৃণমূল নেতা মদন মিত্র-এর সঙ্গে বিজেপি তারকা প্রার্থী শ্রাবন্তী চ্যাটার্জী, পায়েল সরকার ও তনুশ্রী চক্রবর্তী দোল খেলায় মেতে উঠেছিলেন। এছাড়াও মদন মিত্রের সঙ্গে তোলা একটি সেলফি সোশ্যাল-মিডিয়ায় ভাইরাল হয়। বিজেপির তারকা প্রার্থীদের এমন আচরণ ভালো চোখে নেন নি অনেকেই।
বঙ্গে একুশের বিধানসভা নির্বাচন ভোট সম্পন্ন হয়েছে। গত ২’রা মে রবিবার নির্বাচনের ফল প্রকাশ হয়েছে এবং তাতে তৃণমূল কংগ্রেসের কাছে হেরেছে পদ্ম শিবির। এই হারকে কেন্দ্র করেই বিজেপি নেতা তথাগত রায়ের নিশানায় পড়লেন বিজেপি তারকা প্রার্থীরা। বিজেপি নেতা তথাগত রায় বিজেপির তারকা প্রার্থী পায়েল, শ্রাবন্তী ও তনুশ্রীকে এদিন কটাক্ষ করে বলেন “নগরীর নটী।”
তিনি এদিন টুইট করে লিখেছেন, “পায়েল, শ্রাবন্তী, পার্নো ইত্যাদি ‘নগরীর নটীরা’ নির্বাচনের টাকা নিয়ে কেলি করে বেড়িয়েছেন আর মদন মিত্রর সঙ্গে নৌকাবিলাসে গিয়ে সেলফি তুলেছেন (এবং হেরে ভূত হয়েছেন) তাঁদেরকে টিকিট দিয়েছিল কে ? কেনই বা দিয়েছিল? দিলীপ-কৈলাশ-শিবপ্রকাশ-অরবিন্দ প্রভুরা একটু আলোকপাত করবেন কি ?”
সংশোধন : মদন মিত্রর সঙ্গে সেলফি তুলেছিলেন পার্নো মিত্র নয়, তনুশ্রী চক্রবর্তী।
— Tathagata Roy (@tathagata2) May 4, 2021
এই প্রসঙ্গে এবার মুখ খুললেন কামারহাটির জয়ী তৃণমূল প্রার্থী মদন মিত্র। একটি বেসরকারী গণমাধ্যমকে সাংবাদিক সাক্ষাৎকারে মদন মিত্র বলেন, “তথাগত দা এর পরের বারে নৌকাবিহারে আপনাকে ডাকবো। অবশ্যই ডাকবো।”
ত্রিপুরার প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়ের এমন মন্তব্য কে ঘিরে মদন মিত্র বলেন, “সত্যিই তো বিজেপির অন্যায় হয়েছে। তথাগত রায়কে একেতো নির্বাচনের প্রার্থী হতে দেয়নি, বিভ্রান্ত করেছেন এবং উনি কতটা কষ্ট পেয়েছেন। সেদিন উনি যদি নৌকো বিহারে থাকতেন…”
তথাগত রায়ের “নগরীর নটি” মন্তব্যকে ঘিরে মদন মিত্র জবাব দিয়েছেন, “আপনি নটি বিনোদিনি পড়েন নি? বাংলার মাটিতে দাঁড়িয়ে বাংলার মেয়েদের আপনি ‘নটি নর্তকী’ বলে দিলেন। আপনাকে মনে রাখতে হবে এটা পশ্চিমবঙ্গ।” তবে মোক্ষম জবাবে এখানেই থেমে থাকেননি মদন দা।
এদিন তিনি নিজের কথা তুলে ধরে বলেন, “তবে আপনাকে একটা কথা বলি তথাগত দা। আপনি ঠিকই বলেছেন যে আমি ‘প্লে বয়।” প্রশ্ন করে বলেন মদন মিত্র, “তথাগত দা আপনি কি জানেন পৃথিবীর সবথেকে বড় ‘প্লে বয়’ কে? পৃথিবীর সবথেকে বড় ‘প্লে বয়’ হচ্ছে লর্ড শ্রীকৃষ্ণ। তবে হ্যাঁ আমি নিশ্চয়ই ‘প্লে বয়’ বাট আই এম ‘প্লে-বয়’ অফ পলিটিক্স। আই এম ইন পলিটিক্স। আই প্লে ইন পলিটিক্স এন্ড আই এম ‘প্লে বয়’ অফ পলিটিক্স। আমি রাজনীতিতেই খেলি।”
তিনি এদিন তথাগত রায় এর কাছে প্রশ্ন ছুড়ে দেন। প্রশ্নের সুরে তিনি বলেন, “সত্যি যদি আমাকে বাংলার মানুষ ‘প্লে বয়’ মনে করতেন তাহলে আমি আমি এত ভোটে জিতলাম কিভাবে?” তার কথায়, বাংলার মানুষ তার মধ্যে ভালো কিছু দেখেছে বলেই তাকে ভোট দিয়েছে এবং তিনি কামারহাটি বিধানসভা কেন্দ্রে বিপুল ভোটে জয়লাভ করেছেন।