কভিড ভ্যাকসিন, করোনা টিকা, করোনা টিকা চুরি, corona vaccine
ছবিঃ টুইটার

পশ্চিমবঙ্গ ডেস্কঃ করোনার দ্বিতীয় ঢেউ এর জেরে অতিষ্ঠ দেশবাসী। এরইমধ্যে হরিয়ানার জিন্দ জেলায় সিভিল হাসপাতালে পিপিসি সেন্টার থেকে করোনা ভ্যাকসিন চুরির ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে গোটা দেশজুড়ে। ১৭১০ টি করোনা টিকা চুরি করে নিয়ে গেল চোর।

এমনিতেই অতিমারি করোনার রাশ টানতে মরিয়া গোটা দেশ। করোনার চিকিৎসার জন্য প্রয়োজনীয় ঔষধ নেই, নেই পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন। এমন ঘটনায় হাসপাতলে একটিও ভ্যাকসিনের বালাই নেই। সমস্ত করোনা ভ্যাকসিন কুড়িয়ে নিয়ে গেল চোর।

তবে চোরের গুণ দেখে অবাক গোটা দেশবাসী। ঘরের ভিতরেই থাকা আলমারিতে টাকা থাকলেও সেই টাকায় হাত দেয়নি চোর। তবে ওই ঘরে মজুদ সমস্ত কোভিড ভ্যাকসিন নিয়ে চপাট চোর। কিন্তু চুরি করার ২৪ ঘন্টার মধ্যেই ফেরত দিয়ে গেল সমস্ত ভ্যাকসিন। সঙ্গে একটি চিঠিও লিখে রেখে যান চোর বাবাজি, “ক্ষমা করবেন, জানতাম না এটা করোনার ঔষধ।”

কভিড ভ্যাকসিন, করোনা টিকা, করোনা টিকা চুরি, corona vaccine
ছবি – সংগৃহীত

জানা গিয়েছে, জেন্দের সিভিল হাসপাতালে পিপিসি সেন্টারের স্বাস্থ্য বিভাগের কর্মীরা গতকাল বৃহস্পতিবার সকাল ন’টা নাগাদ অফিসে গিয়ে পৌঁছান। সেখানে গিয়েই চক্ষু চড়কগাছ। তারা দেখেন পিপিসি সেন্টারের তালা ভাঙ্গা রয়েছে। এমনকি স্টোরেরও তালা ভাঙ্গা। তারা এই অবস্থা দেখে তৎক্ষণাৎ কোভিড ভ্যাকসিন স্টোর করে রাখা ফ্রিজটি খুলে দেখেন একটিও ভ্যাকসিন নেই তাতে। সমস্ত কোভিড ভ্যাকসিন চুরি করে নিয়ে গিয়েছে চোর সঙ্গে দুটি ফাইল চুরি গিয়েছে।

পিপিসি সেন্টারের ওই অফিসে রাখা ছিল ৫০ হাজার টাকা। একটি টাকাও ছুঁয়ে দেখেনি চোর। জানা গিয়েছে ১,৭১০ টি কোভিড টিকা চুরি হয়েছে তার মধ্যে ১২৭০ টি কোভিডশিল্ড টিকা ছিল এবং ৪৪০ টি কো-ভ্যাকসিন টিকা ছিল।

গোটা বিষয়টি হরিয়ানা পুলিশকে জানানো হয়, কভিড ভ্যাকসিন চুরি যাওয়ার ঘটনাকে ঘিরে তদন্ত শুরু করে পুলিশ। হাসপাতালে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে তদন্তকারীরা।

পুলিশ সূত্রে খবর, কোভিড টিকা চুরি হওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই বৃহস্পতিবার দুপুরে সিভিল লাইন্স থানার বাইরে একটি চায়ের দোকানের সামনে কোভিড ভ্যাকসিন সহ ব্যাগটি রেখে যায় ওই চোর। হরিয়ানা পুলিশ ওই ব্যাগটি উদ্ধার করে এবং ব্যাগটি থেকে একটি চিঠিও উদ্ধার করে পুলিশ। চিঠিতে চোর জানিয়েছে, ব্যাগটির ভিতর করোনার টিকা রয়েছে সে জানতো না অনিচ্ছাকৃতভাবে ভুলের জন্য ক্ষমা প্রার্থী সে। পুলিশ জানিয়েছে, চুরি করবার সময় বুঝে উঠতে পারিনি চোর। তবে পরে নিজের ভুল বুঝতে পারায় ব্যাগটি ফেরত দিয়ে গিয়েছে চোর। তবে একটিও ভ্যাকসিন নষ্ট হয়নি বলে জানা গিয়েছে।