নন্দীগ্রাম, বিধানসভা নির্বাচন, তৃণমূল, বিজেপি
চিত্র- সংগৃহীত

পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ শেষ হল পশ্চিমবঙ্গের বিধানসভা ভোট। আট দফায় গতকাল ২৯ শে এপ্রিল শেষ হল বিধানসভা ভোট। সেই বিধানসভা ভোটের গণনা আগামী ২ রা মে। ২৯২ টি কেন্দ্রের ভোট গণনা ওদিন। তার আগেই নন্দীগ্রামে পঞ্চায়েত অফিসের তালা ভেঙে চুরি করে নেওয়া হল অনেক প্রয়োজনীয় নথি।

এই ঘটনায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাটি ঘটেছে তৃণমূল পরিচালিত আমদাবাদ ১ নং পঞ্চায়েতে। প্রত্যক্ষ দর্শীদের মতে বৃহস্পতিবার রাতে আমদাবাদ ১ নং গ্রাম পঞ্চায়েত অফিসের আলো নেভানো ছিল এবং সেই অন্ধকারের সুযোগ নিয়েই পঞ্চায়েত অফিসের তালা ভেঙে কম্পিউটার, হার্ডডিস্ক সহ অনেক গুরুত্বপূর্ণ নথি চুরি করে নেওয়া হয়।

এই প্রসঙ্গে রাজনৈতিক তর্জা চরমে ওঠে। এই প্রসঙ্গে নন্দীগ্রাম ২ দক্ষিণ মণ্ডলের বিজেপি সহ সভাপতি দিলীপ পালের বক্তব্য,” তৃণমূল তো চুরিতেই অভ্যস্ত। বার বার চুরি করে। আম্ফানের চাল চুরি করেছে। এবারে পঞ্চায়েত এর দুর্নীতি ঢাকতে এই সব চুরি করিয়েছে ওরা নিজেরাই। না হলে রাতে কেন সব আলো নেভানো ছিল? আমরা এর যথাযথ তদন্ত চাই।”

যদিও এই প্রসঙ্গে তৃণমূলের তরফে কোনও রকম কোনও মতামত পাওয়া যায়নি। প্রথম থেকেই বিধানসভা ভোটে নন্দীগ্রাম কেন্দ্র ছিল স্পর্শ কাতর।

বিধানসভা ভোটের শেষেও একই ভাবেই স্পর্শ কাতর হয়ে আছে নন্দীগ্রাম। আগামী ২ রা মে নির্বাচনী ফলাফল। এখন দেখা যাক নন্দীগ্রামে কে শেষ হাসি হাসবে।