পশ্চিমবঙ্গ ডেস্কঃ বঙ্গে কিছুটা হলেও স্বস্তি পেয়েছে বাংলার মানুষ। তাপমাত্রার পারদ ক্রমাগত বাড়তে বাড়তে ৪০ ডিগ্রি তে গিয়ে পৌঁছে ছিল। এমন প্রচন্ড গরমে একটু বৃষ্টির জন্য আকাশ পানে চাতকের মত চেয়েছিল বাংলার মানুষ। তবে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী মে মাসের প্রথমেই বৃষ্টিতে ভিজল বাংলা।
গত রবিবার থেকে বঙ্গে শুরু হয়েছে বৃষ্টি এবং তার সঙ্গে বয়ে চলেছে ঝড়ো হাওয়া। সঙ্গে মেঘের গর্জনও বাংলার মানুষকে কাঁপিয়ে তুলেছে। তবে বৃষ্টির সেই রেশ এখনও কাটিয়ে উঠতে পারিনি বাংলা। আবহাওয়াবিদরা জানিয়েছেন, বঙ্গে এখনো আগামী সোমবার পর্যন্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
এপ্রিল মাসের দিকে বৃষ্টির পূর্বাভাস থাকলেও স্বস্তির বৃষ্টি দেখা মেলেনি। তবে মে মাসের শুরুতেই বৃষ্টির জেরে তাপমাত্রার পারদ অনেকটাই কমেছে বঙ্গে। কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলছে বঙ্গবাসী। তবে এখনো বাংলায় ২ থেকে ৩ দিন বৃষ্টি হবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। বঙ্গোপসাগরের উপর ঘনীভূত নিম্নচাপের কারণেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।
আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, আজ শনিবার গোটা দক্ষিণবঙ্গ জুড়ে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও। উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলাগুলিতে ঝড় বৃষ্টির সম্ভবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়াবিদরা। শনি থেকে সোমবার উত্তরবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
আজকের (Weather) আবহাওয়াঃ
আজ শনিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াস এর আশেপাশে এবং কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রী এর আশেপাশে। বাতাসে আদ্রতার পরিমাণ ৬৯ শতাংশ।
উত্তরবঙ্গের, দার্জিলিং, কালিম্পং, কার্শিয়াং ও জলপাইগুড়ি, আলিপুরদুয়ার সহ শিলিগুড়িতে রয়েছে ভারী বৃষ্টির পূর্বাভাস। অতিবৃষ্টির ফলে আগামী কয়েকটা দিন তাপমাত্রার পারদ কিছুটা হলেও নিচে নামতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।