car accident, road accident, india news, news, jalpaiguri, জল্পায়গুরি এক রোড দুর্ঘটনায় মৃত ১৪
ছবিঃ সংগৃহীত

ওয়েব ডেস্কঃ গতকাল মঙ্গলবার রাতে মর্মান্তিক এক দুর্ঘটনা ঘটে জলপাইগুড়ির ধুপগুড়ির জলঢাকা সেতু এলাকায়। সেখানে রাত ৯ টার দিকে এক বিকট শব্দে বেরিয়ে আসে সেখানকার স্থানীয় বাসিন্দারা এবং তারা সেখানে উপস্থিত হয়ে দেখতে পান একটি বড় ট্রাক উল্টে গেছে এবং ট্রাকটির নিচের দুটি ছোট গাড়ি চাপা পড়ে আছে। খবর পেয়ে দ্রুত চলে আসে দমকল ও স্থানীয় হাসপাতালের কর্মীরা এবং পুলিশও সেখানে উপস্থিত হয়।

জলপাইগুড়ির ধুপগুড়ির জলঢাকা সেতু এলাকায় পাথরবোঝাই বড় ট্রাকের নিচে চাপা পড়ে ১৪ জনের মৃত্যু হয়েছে এবং ১৫ জন গুরুতর আহত হয়েছে। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

পুলিশ সূত্রে খবর, জলঢাকা সেতুর কাছে ময়নাতালি এলাকায় মঙ্গলবার রাত্রি ৯ টার দিকে একটি ছোট ট্রাক বড় পাথর বোঝাই ট্রাক এর সঙ্গে সজোরে ধাক্কা মারে, ফলে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। ট্রাক বোঝাই পাথর সহ ট্রাকটি উল্টে পড়ে দুটি ছোট প্রাইভেট গাড়ির উপর। ওই গাড়ি দুটির ভিতর কতজন যাত্রী ছিল এখনো সঠিক খবর জানা যায়নি।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, ওই দুর্ঘটনা কবলিত দুটি গাড়ির মধ্যে একটি গাড়ি স্থানীয় বাসিন্দার ছিল, তারা গতকাল রাত্রে এক বিয়ের অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য বাড়ি থেকে বেরিয়ে ছিলেন। ওই গাড়িতে যাত্রীদের মধ্যে তিনজন শিশু ছিল। খবর পাওয়া গিয়েছে এখনো পর্যন্ত গাড়ির নিচে অনেকেই চাপা পড়ে আছে, উদ্ধার কার্য চালাচ্ছে পুলিশ ও উপস্থিত আছে দমকল বাহিনী। এই দুর্ঘটনায় এখন পর্যন্ত মোট ১৪ জনের মৃত্যু হয়েছে এবং ১৫ জন অসুস্থ হয়ে পড়েছেন এবং তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, প্রতিদিন রাত্রে শত শত পাথর এবং বালি বোঝাই ট্রাক চলাচল করে এই রাস্তা দিয়ে। এর ফলেই এই এলাকা দুর্ঘটনা কবলিত (Accident Zone) এলাকায় পরিণত হয়েছে।