sachin tendulkar, শচীন টেন্ডুলকার, কৃষক আন্দোলন, farmer protest
Image Source: ANI

পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ- ভারতীয় ক্রিকেটের ভগবানের কোনদিন এরকম অপমান হবে সেটা হয়তো কেউ ভাবেন নি। ভারতকে ঐক্যবদ্ধ হওয়ার ডাক দেওয়ায় কেরলে যুব কংগ্রেস কর্মীরা শচীন টেন্ডুলকারের কাট আউটে কালো তেল ঢেলে নিজেদের প্রতিবাদ জানাল।

প্রসঙ্গত, এর আগে পপস্টার রিহানা সহ আরো অনেক বিদেশি সেলিব্রেটিরা ভারতের কৃষক আন্দোলন কে নিয়ে নিজের টুইটার হ্যান্ডেল থেকে টুইট করে। এই বিদেশী সেলিব্রেটিদের টুইটের জবাবে ভারতের বলিউড সুপারস্টার এবং ক্রিকেটাররা ভারতীয়দের ঐক্যবদ্ধ থাকার পরামর্শ দিয়ে টুইট করেন।

শচীন টেন্ডুলকার তার টুইটার থেকে লেখেন ” ভারতের সার্বভৌমত্ব নিয়ে আপস করা যায় না। বাহ্যিক বাহিনী দর্শক হতে পারে তবে অংশগ্রহণকারী হতে পারে না। ভারতীয়রা ভারতকে জানে এবং ভারতীয়দের ভারতের পক্ষে সিদ্ধান্ত নেওয়া উচিত। আসুন আমরা জাতি হিসাবে ঐক্যবদ্ধ থাকি।” #IndiaTogether ও #IndiaAgainstPropoganda এই দুটি হ্যাশ ট্যাগ ব্যবহার করে শচীন টেন্ডুলকার ভারতীয়দের ঐক্যবদ্ধ থাকার পরামর্শ দেন। এখানেই শুরু হয় বিক্ষোভ।

শচীন টেন্ডুলকারের টুইট এর প্রতিবাদে কেরালার যুব কংগ্রেসের প্রতিনিধিরা শচীন টেন্ডুলকারের কাট আউটে কালো তেল মাখিয়ে বিক্ষোভ দেখায়। শুধু শচীন টেন্ডুলকার নন তাকে ছাড়া যে সমস্ত সেলিব্রেটি ও ক্রিকেটাররা ভারতকে ঐক্যবদ্ধ থাকার পরেও পরামর্শ দিয়েছে তাদের বিরুদ্ধে টুইটারে সরব হয়েছে একদল জনতা।