13 year old girl gang rapped in madhya pradesh
ছবি - প্রতিকি ছবি

ওয়েব ডেস্কঃ- মধ্যপ্রদেশের এক জঙ্গলে অপহরণ করে, 3 দফায় 9 জনের গণধর্ষণের মত নৃশংস অত্যাচারের শিকার এবার 13 বছরের কিশোরী। মহিলাদের নিরাপত্তা সম্পর্কে সচেতনতা বাড়াতে মুখ্যমন্ত্রী শিবরাম সিংহ চৌহান যখন দু-সপ্তাহ ধরে ‘সম্মান’ উন্নয়ন প্রকল্প চালাতে ব্যস্ত, ঠিক তখনই ঘটে যায় এই গায়ে কাঁটা দেওয়া ঘটনা।

কিন্তু এখানেই শেষ নয়, ছয় দিনে পর পর চারটি এমন নৃশংস ঘটনা ঘটে মধ্যপ্রদেশে। গত 9 জানুয়ারি চারজন মিলে লোহার রড যৌনাঙ্গে ঢুকিয়ে 48 বছরের এক মহিলাকে নির্মমভাবে গণধর্ষণ করে। তার ঠিক দুদিন পর 11 জানুয়ারি এক যুবক 13 বছরের একটি মেয়েকে অপহরণ করে ধর্ষণের পর নির্মমভাবে হত্যা করে। 12ই জানুয়ারি উজ্জয়িনী-তে পরকীয়ার সন্দেহের কারণে স্বামী, শশুর এবং পরিবারের অন্য মহিলারা মিলে ধারালো অস্ত্র দিয়ে এক মহিলার নাক এবং স্তন কেটে নির্মমভাবে অত্যাচার চালায়।

মধ্যপ্রদেশের উমেইরা জেলায় 4 জানুয়ারি ওই 13 বছরের কিশোরীকে 6 বন্ধু অপহরণ করে দুদিন আটকে রেখে গণধর্ষণ করে বলে অভিযোগ। তারপর 5 জানুয়ারি মেয়েটিকে মেরে ফেলার হুমকি দিয়ে ছেড়ে দেওয়া হয়। এর ঠিক ছয়দিন পর 11ই জানুয়ারি ফের মেয়েটিকে অপহরণ করে জঙ্গলের মধ্যে একটি খাবারের দোকানে বন্দী করে 3 জন মিলে ধর্ষণ করে বলে অভিযোগ ওঠে।

এখানেই চরম নৃশংসতার শেষ নয়, সেখান থেকে ছাড়া পাওয়ার পর মেয়েটিকে 2 ট্রাক চালক অপহরণ করে ধর্ষণ করে বলে অভিযোগ আসে। সেই অবস্থা থেকে পলায়নে সক্ষম হয় কিশোরী। বাড়ি ফিরে সমস্ত কথা জানানোর পর পরিবারের লোকজন পুলিশে খবর দেন।

মেয়েটির সমস্ত বয়ান শুনে তল্লাশি চালান পুলিশ এবং এখনও পর্যন্ত 6 অভিযুক্ত গ্রেফতার হয়। রাজ্য পুলিশের মুখপাত্র অরবিন্দ তিওয়ারি জানান, ‘যৌন নির্যাতন, শিশু সুরক্ষা আইন এবং অন্যান্য ধারায় মামলা দায়ের হয়েছে অভিযুক্তদের বিরুদ্ধে। এখনো পর্যন্ত 6 জনের খোঁজ পাওয়া গিয়েছে।’