পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ- বাংলায় রাজনীতির হিংসা দিনের পর দিন এক নতুন মাত্রা নিয়ে অবাক করে দিচ্ছে সারাদেশে রাজনৈতিক মহলে। যে সমস্ত ঘটনা সামনে আসছে তাতে রাজনীতির মান কোন জায়গায় গিয়ে ঠেকেছে তা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
সারাদেশের নজর এখন নন্দীগ্রামে। কারণ নন্দীগ্রাম থেকে ভোটে দাঁড়িয়েছেন বাংলার বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার বিপক্ষে দাঁড়িয়েছেন শুভেন্দু অধিকারী। এত বড় বড় নেতা যেই কেন্দ্র থেকে ভোটে দাঁড়িয়েছেন এবার সেই কেন্দ্র থেকেই উঠে আসলো এক চাঞ্চল্যকর খবর।
নন্দীগ্রামে এক বিজেপি কর্মীর স্ত্রীকে গতকাল খাল থেকে হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার করা হল। সূত্র অনুযায়ী জানা যাচ্ছে যে, ওই বিজেপি কর্মী শুভেন্দু অধিকারীর কর্মসূচি থেকে বাড়ি ফিরে দেখেন যে তার ঘরের দরজা খোলা রয়েছে এবং তার স্ত্রী ঘরের মধ্যে নেই। কিছুক্ষণ খোঁজাখুঁজি করার পর তিনি দেখেন ঘরের উল্টোদিকে খালের মধ্যে তার স্ত্রীকে হাত পা বেঁধে অচৈতন্য অবস্থায় ফেলে রাখা হয়েছে।
স্থানীয় মানুষজনের সহযোগিতায় নিজের স্ত্রীকে তিনি প্রথমে রেয়াপাড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান এবং পরে তমলুক জেলা হাসপাতালে নিয়ে যান। ওই বিজেপি কর্মীর জানিয়েছেন তিনি যেহেতু বিজেপি করেন সেহেতু তার স্ত্রীকে শারীরিক ভাবে অত্যাচার করা হয়েছে। তিনি আরো বলেন যে তার স্ত্রীকে খুন করার চেষ্টাও করা হয়েছে।
তমলুক জেলা হাসপাতালে তার স্ত্রীকে ভর্তি করার পর তমলুক থানার পুলিশ এ বিষয়ে সম্পূর্ণ জেনে তা নিয়ে তদন্ত ইতিমধ্যেই শুরু করে দিয়েছে।
তবে সবথেকে বড় চিন্তার বিষয় হল এই যে, যেই কেন্দ্রে মুখ্যমন্ত্রী ভোটে দাঁড়িয়েছেন সেই কেন্দ্রে এরকম মানসিকতার পরিচয়, সারা রাজ্যে কেমন নির্বাচনের মানসিকতা তার পরিচয় দিয়েছে।