সৌরভ গাঙ্গুলী, অশোক দিন্দা, বিসিসিআই প্রেসিডেন্ট, বিজেপি, ক্রিকেট
ছবি- সংগৃহীত

পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ অনেকদিন ধরেই রাজনীতির মঞ্চে সৌরভ গাঙ্গুলীকে দেখা যাবে কি না তা নিয়ে জল্পনা ছিল তুঙ্গে। এবারে অশোক দিন্দার সাথে মহারাজের সাক্ষাৎ যেন সেই জল্পনাকে খানিকটা উস্কে দিল। তবে কখনওই প্রত্যক্ষ রাজনীতি নিয়ে সরব ছিলেন না সৌরভ গাঙ্গুলী। বরাবরই তিনি ক্রিকেট মাঠে স্বচ্ছন্দ। তবে নিজের রাজনৈতিক পছন্দ কখনওই তিনি সামনে আনেনি।

তবে রাজ্যে আজ তৃতীয় দফা ভোট। এই সময় মহারাজের বিজেপি নেতার বাড়ি যাতায়াত যেন সকলের জল্পনা এবং কল্পনাকে উস্কে দিচ্ছে। অনেকেই মনে করছেন তৃতীয় দফা ভোটে হয়ত তিনি মনোনয়ন পেশ করবেন কিংবা শেষ দফা ভোটের আগে তিনি প্রার্থী হবেন।

বাংলায় বিজেপি জিতলে মুখ্যমন্ত্রীর জন্য মুখ কে হবে তাই নিয়ে সকলের মধ্যে উদ্বেগ এবং কৌতূহল তো আগে থেকেই ছিল। তবে সৌরভ গাঙ্গুলী কখনওই সক্রিয় ভাবে রাজনীতি করেনও নি এবং আগে কখনও আসতেও চাননি সক্রিয় রাজনীতিতে। যখনই তাঁকে রাজনীতি নিয়ে প্রশ্ন করা হয়েছে তিনি এড়িয়ে গেছেন।

মাঝে দু দুবার তিনি হার্টের সমস্যায় অসুস্থ হয়ে হাসপাতালে পর্যন্ত ভর্তি ছিলেন। এমনকি হার্টে তাঁর স্ট্রেন বসানো হয়। কিছুদিন বিশ্রামে থেকেই তিনি আবার ফিরে যান নিজের কাজের জগতে অর্থাৎ ক্রিকেটের ময়দানে। তাঁকে কখনও সক্রিয় রাজনীতি নিয়ে প্রশ্ন করলে তিনি বরাবরই বলে এসেছেন, সামনে এখনও অনেক সময় পড়ে আছে। দেখা যাক কি হয়।

যদি কেউ কখনও তাঁকে পদ দেন এবং তাঁর মনে হয় তিনি সকলের জন্য কিছু করতে পারবেন তবে তিনি ভেবে দেখবেন। এখনও অনেক সময় পড়ে আছে। তিনি এও বলেন যে জীবনে কখন কি হয় সেটা বলা খুব মুশকিল। সমস্ত সম্ভাবনা ভেবে রাখা উচিৎ।

বিসিসিআই এর প্রেসিডেন্ট এর সাথে দেখা প্রসঙ্গে খেলোয়াড় এবং বিজেপি নেতা অশোক দিন্দা নিজে টুইট করে বলেন যে, ” অনেকদিন পরে দাদার সাথে দেখা হয়ে বেশ ভালো লাগলো।” যদিও এই প্রসঙ্গে মহারাজ সৌরভ গাঙ্গুলীর কাছ থেকে কোনও মন্তব্য পাওয়া যায়নি।