মমতা বন্দ্যোপাধ্যায়, শুভেন্দু অধিকারী, নন্দীগ্রাম, বিধানসভা ভোট
চিত্র- সংগৃহীত

পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ এতদিনের কঠিন লড়াইয়ের আজ অবসান ঘটল। শেষ পর্যন্ত নন্দীগ্রামে জয়ের হাসি হাসলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলে জানা যাচ্ছে এএনআই সূত্রে। হেরে গেলেন তৃণমূলের একদা হেভিওয়েট নেতা তথা মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘদিনের সঙ্গী এবং বর্তমানে বিজেপিতে যোগ দেওয়া শুভেন্দু অধিকারী।

এএনআই সূত্র অনুযায়ী, শুভেন্দু অধিকারীকে ১২০০ ভোটে পরাস্ত করে শেষ পর্যন্ত জয়ের হাসি হাসলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ ২রা মে সকাল থেকে ছিল পশ্চিমবঙ্গে আট দফা চলা বিধানসভা ভোটের ভোট গণনা। সকাল থেকেই ছবিটা ছিল কিছুটা অন্যরকম। তৃণমূল বিজেপির হাড্ডাহাড্ডি লড়াই চলছিল এবং নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায় সকাল থেকে কিছুটা ভোটে পিছিয়ে ছিলেন।

তবে বেলা বাড়ার সাথে সাথে ছবিটা অনেকটা বদলে যায়। ক্রমশ ক্রমশ এগিয়ে যেতে থাকে তৃণমূল কংগ্রেস। প্রথম দিকে পিছিয়ে থাকলেও নিজের কেন্দ্রে বিচলিত হননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি নন্দীগ্রামে তাঁর জয় সম্পর্কে নিশ্চিত ছিলেন। শেষ পর্যন্ত ১২০০ ভোটে জিতে নন্দীগ্রামে বিধায়ক হলেন তিনি এমনটাই জানা যাচ্ছে সংবাদ সংস্থা এএনআই এর সূত্রে।

প্রথম যেদিন অর্থাৎ ১৮ ই জানুয়ারি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামে সভা করতে গিয়ে বলেছিলেন যে,” আমি যদি এবার একটু নন্দী গ্রামে দাড়াই কেমন হয়?” মুখ্যমন্ত্রীর এই বক্তব্যে উল্লসিত নন্দীগ্রামের জনতা নিজেদের সমর্থন দেন। তারপর থেকেই নন্দীগ্রাম নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারীর মধ্যে শুরু হয়ে যায় সম্মুখ সমর।

তবে আজ শেষ হাসি হাসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুভেন্দু অধিকারিকে হারিয়ে নন্দীগ্রামের বিধায়ক হল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও এই প্রসঙ্গে বিজেপি বা শুভেন্দু অধিকারীর তরফে কোনও মন্তব্য পাওয়া যায়নি।

নির্বাচন কমিশনের তরফ থেকে এখনো পর্যন্ত শেষ রেজাল্ট জানানো হয়নি। এই খবর সংবাদ সংস্থা এএনআই  এর থেকে পাওয়া গিয়েছে।