করোনা ভাইরাসের খবর, লক ডাউনের খবর, মহারাষ্ট্র, কোলকাতা, পাঞ্জাব, দিল্লী, শিবসেনা
ছবি- সংগৃহীত

পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ  দেশে আবারও বাড়ছে করোনা ভাইরাসের সংক্রমণ। যা সরকার থেকে সাধারণ মানুষের উদ্বেগের কারণ হিসেবে দেখা দিচ্ছে বর্তমানে। করোনা অতিমারীর এক বছর কেটে গেলেও এখনও করোনা ভাইরাসের আক্রমন থেকে নিজেদেরকে পুরো মুক্ত করতে পারেনি পুরো বিশ্ব। তারই মধ্যে ভারতে করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ যেন একেবারে আছড়ে পড়েছে। দেশে মহারাষ্ট্রে করোনা ভাইরাসের বার বাড়ন্তের কারণে আবারও লক ডাউন ঘোষণা করল মহারাষ্ট্র সরকার।

দেশ জুড়ে করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ যেন ভয়ঙ্কর আকার ধারণ করছে। সরকার থেকে সাধারণ মানুষ সকলের চিন্তা বাড়িয়ে আবারও আক্রান্ত এবং মৃতের সংখ্যা বাড়ছে দিন দিন। এমত অবস্থায় ভারতের কয়েকটা রাজ্যে করোনার থাবা মারাত্মক হয়ে দেখা দিয়েছে। সেই রাজ্যগুলির মধ্যে প্রথমেই আছে মহারাষ্ট্র, তারপর আছে পাঞ্জাব, দিল্লী এবং কোলকাতা।

মহারাষ্ট্রে করোনা ভাইরাসের থাবা মারাত্মক হয়ে পড়েছে। প্রতিদিন বাড়ছে সংক্রমণ। ফলে মহারাষ্ট্রের শিবসেনা সরকার আগামী সপ্তাহে শুক্রবার থেকে সোমবার অবধি কড়া লকডাউনের নির্দেশ দিয়েছে। আগের লকডাউনের মত অত্যাবশ্যকীয় পরিষেবা ছাড়া বন্ধ থাকবে সমস্ত পরিষেবা।

আর থাকবে রাত আটটা থেকে সকাল আটটা অবধি নাইট কার্ফু জারি। মহারাষ্ট্রের শিবসেনা সরকার এই মর্মে কিছু নতুন নিয়মাবলী লাগু করেছে। সেগুলি হল- ১) রাত আটটার পর বন্ধ থাকবে সমস্ত রকম প্রতিষ্ঠান ২) কোনও জায়গায় পাঁচ জনের বেশী জমায়েত করা যাবেনা ৩) শপিং মল, সিনেমা হল, হোটেল, এবং রেস্তোরাঁ ও বারগুলি বন্ধ থাকবে ৪) পঞ্চাশ শতাংশ গণ পরিবহণ চলবে ৫) কর্মচারীদের ওয়ার্ক ফ্রম হোম এর নির্দেশ দেওয়া হয়েছে ৫)ভিড় ছাড়া করতে হবে সিনেমার শুটিং ৬) সপ্তাহান্তে পুরো বন্ধ থাকবে সব কিছু, ৭) সব্জি বাজার এবং অন্যান্য বাজার গুলিতে ভিড় নিয়ন্ত্রণের জন্য চালু হতে চলেছে নতুন নিয়ম।