পশ্চিমবঙ্গ ডেস্কঃ ঘূর্ণিঝড় ইয়াস নিয়ে বর্তমানে তোলপাড় রাজ্য রাজনীতি। গত কয়েকদিন আগে শক্তিশালী ঘূর্ণিঝড় ইয়াস তাণ্ডবলীলা চালিয়েছে ওড়িষ্যা সহ পশ্চিমবঙ্গ উপকূলে। ঘূর্ণিঝড়কে ঘিরে ইতিমধ্যেই কেন্দ্রের সঙ্গে রাজ্যের সংঘাত বেশ জোরালো আকার ধারণ করেছে।
গতকাল মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রীকে নিশানায় নিয়ে জোরালো আক্রমণ করেন। তবে এবার ইয়াস পরবর্তী পরিস্থিতি নিয়ে মমতাকে বিঁধলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। দিলীপ ঘোষ মমতাকে নিশানায় নিয়ে বলেন, “কি হয়েছে তা সারা দুনিয়া দেখেছে। উনি মুখ্য সচিবকে নিয়ে ঢুকলেন। আবার মুখ্য সচিবকে নিয়ে কিছুক্ষণ পরে বেরিয়ে গেলেন। এটা কোন ধরনের ভদ্রতার মধ্যে পড়ে ? এটা কি ধরনের সম্মান ?”
গতকাল মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রীকে তোপ দেগে বলেছিলেন, “রাজ্যের প্রয়োজনে, রাজ্যবাসীর প্রয়োজনে, আমি প্রধানমন্ত্রীর পায়ে পড়তেও রাজি। কিন্তু এভাবে অপমান করবেন না।” মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এমন মন্তব্যকে ঘিরে পাল্টা জবাবে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে সংবিধান, মান-সম্মান এসব কথা মানায় না। উনি রাজনীতি করতে চাইছেন, করুন।”

উল্লেখ্য, ইয়াস বিপর্যস্ত এলাকা গুলি খতিয়ে দেখতে শুক্রবার রাজ্যে এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরপর প্রধানমন্ত্রী কলাইকুন্ডাতে একটি বৈঠক করেন তিনি, সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-কেও যোগদান করার কথা ছিল। রীতিমতো তিনি ৩০ মিনিট দেরি করে প্রধানমন্ত্রীর ওই বৈঠকে যোগদান করেন। ওই বৈঠকে যোগদান করার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে ঘূর্ণিঝড়ের ফলে ক্ষয়ক্ষতির পরিমাণ এর একটি রিপোর্ট প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন। এছাড়াও তিনি সুন্দরবন ও দীঘার জন্য কুড়ি হাজার কোটি টাকা আর্থিক প্যাকেজের সাহায্য চান।
তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, প্রধানমন্ত্রীর ওই বৈঠকে দেরি করে যোগদান করায় কেন্দ্রীয় নেতা মন্ত্রীরা তাকে নিয়ে নানা স্থান থেকে অপমান এবং বদনাম করার চেষ্টা করছে বলে অভিযোগ করেন মমতা। এ নিয়েই তিনি গতকাল প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীকে নিশানায় নেন এবং তিনি বলেন, “আমি আপনার পায়ে পড়তেও রাজি। কিন্তু এভাবে অপমান করবেন না।”
তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের এমন মন্তব্যে এবার সরব হলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এছাড়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ঘূর্ণিঝড়ে ইয়াসে ক্ষতিগ্রস্ত মানুষদেরকে ত্রাণ দেওয়ার জন্য ‘দুয়ারের ত্রাণ কর্মসূচির কথা জানিয়েছিলেন। সে বিষয়েও কটাক্ষ করে দিলীপ ঘোষ বলেন, “দুয়ারে ত্রাণ, দুয়ারে রেশন, দুয়ারে ভ্যাকসিন পৌঁছবে। কিন্তু কখন পৌঁছবে সেটাই মানুষ জানতে চান।”








