পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ আজ রাজ্যে বিধানসভা ভোটের চতুর্থ দফা ভোট। আজ উত্তরবঙ্গের কোচবিহার, আলিপুরদুয়ারের সাথে সাথে দক্ষিণবঙ্গের হাওড়া, হুগলী এবং দক্ষিণ ২৪ পরগনায় মোট ৪৪ টি আসনে সম্পন্ন হতে চলেছে ভোটগ্রহণ প্রক্রিয়া। ২০২১ শের অর্থাৎ এবারের বিধানসভা ভোট অন্যান্য বারের থেকে একটু আলাদা। কারণ এবারে সিপিআইএম এর বদলে প্রধান বিরোধীপক্ষ হয়ে উঠে এসেছে বিজেপির নাম।
এবারে বিধানসভা ভোটে পরিসংখ্যান অনুযায়ী ৩ বছরে ৩ গুণ ভোট বেড়েছে বিজেপির। সেক্ষেত্রে আজ চতুর্থ দফা ভোটে কে এগিয়ে থাকবে আর কে পিছিয়ে থাকবে তা এখনই বলা বেশ কঠিন। গতবার অর্থাৎ ২০১৯ শের লোকসভা নির্বাচনে যেমন অঙ্কে চেনা ছক বদলে গেছিল তেমনই এবারেও বিধানসভা ভোটে বদলে যেতে পারে অনেক চেনা সমীকরণ। এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা।
একদিকে যেমন লড়াই চলছে মারাত্মক তেমনই কে কাকে টেক্কা দেবে সেটাও ক্রমশ স্পষ্ট হচ্ছে। আজ রাজ্যে ৫ জেলায় ৪৪ টি কেন্দ্রে চলছে ভোট গ্রহণ প্রক্রিয়া। পরিসংখ্যান অনুযায়ী ২০১৬ সাল থেকে ২০১৯ সাল এই তিন বছরে বিজেপির ভোট বেড়েছে প্রায় তিন গুণেরও বেশী।
আজ চতুর্থ দফা ভোটে কোচবিহারের ৯ টি এবং আলিপুরদুয়ারের ৫ টি বিধানসভা কেন্দ্রে ভোট গ্রহণ পর্ব সম্পন্ন হবে। এর সাথে দক্ষিণ ২৪ পরগণা জেলার ৩১ টি আসনের মধ্যে ১১ টি, হাওড়ারা ১৬ টির মধ্যে ৯ টি এবং হুগলীর ১৮ টি আসনের মধ্যে ১০ টি আসনে আজ ভোট গ্রহণ সম্পন্ন হবে।
২০১৬ এর বিধানসভা ভোটে তৃণমূল জিতেছিল ৩৯ টি আসনে আর বিজেপি পেয়েছিল ১ টি আসন। এরপর ২০১৯ শের লোকসভা ভোটে ৪২ টি আসনের মধ্যে তৃণমূল পেয়েছিল ২১ টি আর বিজেপি পেয়েছিল ১৯ টি। আর এবারে বিধানসভা ভোট সমস্ত চেনা সমীকরণ বদলে দেবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।