corona, corona virus, covid 19, india
ছবিঃ সংগৃহীত

পশ্চিমবঙ্গ ডেস্কঃ কয়েক সপ্তাহ ধরে দেশের করোনা গ্রাফ নিম্নমুখী যাত্রা শুরু করেছিল। তবে আজ দৈনিক করোনা সংক্রমনের গ্রাফ গতকালের তুলনায় ঊর্ধ্বমুখী। করোনাভাইরাস এর দ্বিতীয় ঢেউ এর প্রভাবে জারি করা হয়েছে দেশের বিভিন্ন রাজ্যে।

স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে কার্যত লকডাউন জারি করার ফলেই করোনার বিরুদ্ধে রুখে দাঁড়াতে সক্ষম হয়েছে ভারত সরকার। তবে গতকাল পর্যন্ত করোনার গ্রাফ নিম্নমুখী ছিল। গতকাল মঙ্গলবার স্বাস্থ্য দপ্তরের বুলেটিন অনুযায়ী দৈনিক সংক্রমনের সংখ্যা ছিল ৮৬ হাজার ৪৯৮ জন।

ক্রমাগত নিম্নমুখী যাত্রা শুরু করেছিল মারণ রোগ করোনা ভাইরাস। দৈনিক সংক্রমণ কমে যাওয়ার ফলে রাস্তাঘাটে মানুষের আনাগোনা বেড়েছে বলেই মনে করছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। এছাড়াও দেশের বিভিন্ন রাজ্যে লকডাউন সম্পূর্ণ তুলে নেওয়া হয়েছে। যার কারণে ফের ঊর্ধ্বমুখী যাত্রা শুরু করে দিয়েছে করোনা সংক্রমণ।

গত ২৪ ঘন্টায় দৈনিক করোনা সংক্রমনের সংখ্যা যেমন বৃদ্ধি পেয়েছে, তেমনি বৃদ্ধি পেয়েছে মৃত্যুর হার। গত ২৪ ঘন্টায় দেশে আক্রান্ত হয়েছে ৯২ হাজার ৫৯৬ জন। গতকালের তুলনায় আজ ৬ হাজার ৯৮ জন বেশি সংক্রমিত হয়েছে। এর পাশাপাশি মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ২১৯ জন।

corona, corona virus, covid 19, india
ছবিঃ সংগৃহীত

গতকাল মঙ্গলবার স্বাস্থ্য দপ্তরের বুলেটিন অনুযায়ী মৃত্যুর সংখ্যা ছিল ২ হাজার ১২৩ জন। গতকালের তুলনায় আজ ৯৬ জন বেশি করোনা রোগী প্রাণ হারিয়েছেন।

স্বাস্থ্য দপ্তরের বুলেটিন অনুযায়ী এখনো পর্যন্ত দেশে মোট করোনা সংক্রমিত হয়েছেন ২,৯০,৮৯,০৯৬ জন । এছাড়াও সুস্থ হয়ে ফিরে আছেন ২,৭৫,০৪,১২৬ জন । দেশে করোনা আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা ৩,৫৩,৫২৮ । দেশে বর্তমানে নতুন করে সংক্রমিত হয়েছেন ১২,৩১,৪১৫ জন। স্বাস্থ্য দপ্তরের বুলেটিন অনুযায়ী দেশে এখনো পর্যন্ত ভ্যাক্সিনেশন করা সম্ভব হয়েছে ২৩,৯০,৫৮,৩৬০ জন মানুষকে।