today weather news, today's weather, weather, weather news, weather update, weather in west bengal, today kolkata's weather, আজকের আবহাওয়ার খবর, আজকের আবহাওয়া, আবহাওয়া, আবহাওয়ার খবর, আবহাওয়ার আপডেট, পশ্চিমবঙ্গের আবহাওয়া, আজকে কলকাতার আবহাওয়া
ফেব্রুয়ারীর শেষ সপ্তাহেই দিনেরবেলায় উষ্ণতা লাগাম ছাড়া! জানুন কেমন থাকবে আজকের আবহাওয়া...

পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ গতকালের তুলনায় বঙ্গে তাপমাত্রা আজ সামান্য কম থাকলেও দিনেরবেলায় উষ্ণতা বেশ লাগাম ছাড়া। দোল উৎসব পর্যন্ত বাংলার আবহাওয়ায় সামান্য শীত ঘেঁষা থাকলেও, মার্চের দ্বিতীয় সপ্তাহ থেকেই পুরোপুরি গ্রীষ্মের আভাস টের পাওয়া যাবে। আজ পশ্চিমবঙ্গে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের ওপরেই থাকবে। দেখে নিন কেমন থাকবে আজকের (২৫শে ফেব্রুয়ারী ২০২৩) আবহাওয়া –

আজকের আবহাওয়া
দিনের সর্বোচ্চ তাপমাত্রাঃ ৩১.৪ ডিগ্রি সেলসিয়াস
দিনের সর্বনিম্ন তাপমাত্রাঃ ২৩.৬ ডিগ্রি সেলসিয়াস
বাতাসের গতিবেগঃ ০ কিমি প্রতি ঘন্টা
বৃষ্টির সম্ভাবনাঃ নেই
দিনের সর্বোচ্চ জলীয়বাষ্পের পরিমাণঃ ৮৩ শতাংশ
দিনের সর্বনিম্ন জলীয়বাষ্পের পরিমাণঃ ৬৪ শতাংশ
সূর্যোদয়ঃ ৬টা ০২মিনিট
সূর্যাস্তঃ ৫টা ৩৮মিনিট

উত্তরবঙ্গের আবহাওয়া
উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলাতে আগামী ২ দিন বজ্রবিদ্যুত্‍সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া দু-এক জায়গায় বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির হওয়ার সম্ভাবনাও রয়েছে। তবে আগামী কয়েক দিন রাতের তাপমাত্রা খুব একটা ওঠানামা করবে না। আগামী কয়েক দিন, দিনের তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে থাকবে। সকালের দিকে কয়েকটি জেলায় বিক্ষিপ্তভাবে কুয়াশার প্রকোপ দেখা যাবে। এই মুহূর্তে উত্তরবঙ্গের তাপমাত্রা ১৭ ডিগ্রি সেলসিয়াস থেকে ২৯ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া
দক্ষিণবঙ্গের উপকূল সংলগ্ন জেলাগুলি অর্থাৎ উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, কলকাতা, হাওড়া এবং হুগলি জেলায় সকালের দিকে হালকা কুয়াশা চোখে পড়বে। কুয়াশার কারণে সকালের দিকে এই জেলাগুলিতে আকাশ আংশিক মেঘলা থাকবে। তবে বেলা বাড়ার সাথে সাথে রোদ উঠবে এবং তাপমাত্রা বাড়তে থাকবে। তবে দক্ষিণবঙ্গে আগামী ৪-৫ দিন বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। আগামী কয়েকদিনে দক্ষিণবঙ্গের রাতের তাপমাত্রায় কোন হেরফের হবে না, কিন্তু দিনের তাপমাত্রা আগামী কয়েকদিনে ৪ ডিগ্রি সেলসিয়াস থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। আপাতত দক্ষিণবঙ্গের তাপমাত্রা ২২ ডিগ্রি সেলসিয়াস থেকে ৩২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে।

আগামীকালের আবহাওয়া
ফেব্রুয়ারির শেষ ভাগে এসে রাজ্য থেকে শীত সম্পূর্ণ উধাও। এখন প্রতিদিন একটু একটু করে কলকাতা সহ রাজ্যের অন্যান্য জেলাগুলিতে গরমের দাপট বাড়তে থাকবে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দিনের বেলায় সামান্য আর্দ্রতাজনিত অস্বস্তি অনুভূত হবে। এখনই দক্ষিণবঙ্গে বৃষ্টির দেখা না মিললেও আর্দ্র দক্ষিণী বাতাসের কারণে উত্তরবঙ্গে নিয়মিত বৃষ্টিপাত হয়ে চলেছে।