পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ গতকাল ছিল ২৫শে ডিসেম্বর। কলকাতা সেজে উঠেছে আলোর রোশনাইয়ে। উৎসবের মরসুমে ২৫শে ডিসেম্বরের মধ্যরাতে ক্যাথিড্রালে উপস্থিত হতে দেখা গিয়েছিল মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি এবং তার মেয়ে আজানিয়াকে। ক্যাথিড্রাল চার্চে পৌঁছে প্রার্থনায় সামিল হয়েছিলেন তারা। এর পাশাপাশি সকল মানুষকে এক হয়ে এই উৎসব পালন করার বার্তা দিলেন মাননীয়া মুখ্যমন্ত্রী।
ক্যাথিড্রাল চার্চে যাওয়া পর সকলকে উৎসবে আহ্বান জানিয়ে মুখ্যমন্ত্রী ফেসবুকে একটি পোস্টে জানান, মধ্যরাতে তিনি কলকাতার ক্যাথিড্রাল চার্চে গিয়েছিলেন। সেখানে তিনি সকলের জন্য প্রার্থনা করেছেন। প্রার্থনা করেছেন অন্ধকারের মাঝে বাংলা যেন উজ্জ্বল হয়ে ওঠে। এছাড়া ঈশ্বর যেন সকলকে সাহস, শক্তি, সমৃদ্ধিতে পরিপূর্ণ করে।
প্রতিবছরই যিশুখ্রিস্টের জন্মদিন উপলক্ষে খ্রিস্টানরা এই উৎসব পালন করে থাকেন। তবে বর্তমানে সকল ধর্মের মানুষই মেতে ওঠে এই উৎসবে। কলকাতার পার্ক স্ট্রিট সেজে ওঠে আলোক সজ্জায়। উপচে পড়া ভিড় দেখা যায় এই দিনে। তবে এদিন অর্থাৎ শনিবার ১২টা বাজতেই মধ্যরাতে ক্যাথিড্রালে প্রার্থনা করতে যান মমতা ব্যানার্জি সহ তৃণমূল সাংসদ অভিষেক ব্যানার্জি ও তার মেয়ে। সেই মুহূর্তের কিছু ছবিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন তিনি।
যিশুখ্রিস্টের জন্মদিনে নেটদুনিয়ায় একটি ভিডিও পোস্ট করা হয়। যেখানে মমতা ব্যানার্জি বলেন, আমরা মানুষের সঙ্গে যুদ্ধে বিশ্বাসী নই। আমার মানুষকে সাথে নিয়ে তাদের জীবনকে উজ্জ্বল করতে চাই। আমাদের চিন্তায়, বাক্যে এবং প্রতিটি পদক্ষেপে যেন ঐক্যের চিহ্ন থাকে। অধিক শক্তি, উদ্দীপনা এবং আশীর্বাদ নিয়ে পথ চলতে হবে সকলকে। দুস্থ, পিছিয়ে পড়া মানুষদের জন্য কাজ করতে হবে।
এদিন মাননীয়া সর্বধর্ম সমন্বয় হওয়ার ডাক দিয়েছেন সকলকে। এর পাশাপাশি পার্কস্ট্রিতে উপচে পড়া ভিড়ের কারণে প্রশাসনকে কড়া নিরাপত্তা ব্যবস্থার দিকে নজর দিতে বলা হয়েছে।