narendra modi, PM modi, prime minister's life threatened, ভারতবর্ষ, নরেন্দ্র মোদী, পি এম মোদী, প্রধানমন্ত্রীর প্রান নাশের হুমকি
জনসভার মাঝে প্রধানমন্ত্রীকে প্রাণ নাশের হুমকি, ই-মেলকে ঘিরে মিলল চাঞ্চল্যকর তথ্য

পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ সামনে পঞ্চায়েত নির্বাচন। গত শুক্রবার অন্যান্য রাজনৈতিক দলের সমর্থকদের মতো গুজরাটের জামনগরে একটি জনসভায় অংশগ্রহন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সভা চলাকালিন তার মোবাইলে একটি ই-মেল আসে। আর ওই ই-মেলে ছিল প্রধানমন্ত্রীকে খুনের হুমকি। রীতিমতো চাঞ্চল্যকর ঘটনা সৃষ্টি হয়েছে ওই ই-মেলকে ঘিরে। সূত্র মারফত জানা গিয়েছে, ওই ঘটনায় জড়িত থাকা এক যুবককে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ। কিন্তু কেন এহেন হুমকি প্রধানমন্ত্রীকে ?

প্রধানমন্ত্রীকে ই-মেল মারফত প্রাণনাশের হুমকি দিয়েছিল উত্তরপ্রদেশের বাদাউনের বাসিন্দা অমন সাক্সেনা। গত শনিবার এটিএস সংস্থা অভিযুক্ত অমন সাক্সেনাকে গ্রেফতার করে। তাকে জেরা করার পর জানা গিয়েছে, সে প্রেমঘটিত প্রতিশোধের জন্য এই মেলটি প্রধানমন্ত্রীকে পাঠিয়েছিল। তবুও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নিরাপত্তার কথা মাথায় রেখে এখনো তদন্ত চালাচ্ছে পুলিশ।

পুলিশ সূত্রের খবর অনুযায়ী জানা গিয়েছে, অভিযুক্ত অমনকে গ্রেফতার করা হয় বাদাউনের বাড়ি থেকেই। এছাড়াও এই ঘটনায় ব্যবহৃত অমনের ল্যাপটপ এবং মোবাইল বাজেয়াপ্ত করা হয়েছে। এহেন ঘটনা ঘটানোর জন্য পুলিশ তার বিরুদ্ধে একাধিক এফআইআর দায়ের করেছে। পুলিশ এখনও খতিয়ে দেখছে এই বিষয়টিকে। এছাড়াও এই ঘটনার সঙ্গে আর কেউ জড়িত আছে কিনা তা এখনো জানা যায়নি।

সূত্রের খবর, এই ঘটনার পিছনে রয়েছে প্রেম জনিত বিষয়। অমন সাক্সেনা মুম্বাই আইআইটি থেকে বি-টেক পাস করেছে। সম্প্রতি কিছুদিন আগে এক তরুনীর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িত হয় অমন। কিন্তু ঠিক তার উল্টো দিকে ওই তরুনীর প্রতি আকর্ষিত ছিল আরও একজন যুবক। এবং ওই তরুণীও দ্বিতীয় যুবকের প্রতি আকৃষ্ট হয়ে পড়ে। আর তারপরই শুরু হয় অমন এবং ওই তরুণীর মধ্যে দ্বন্দ্ব।

দ্বিতীয় যুবককে ঘটনা চক্রান্তে ফাঁসানোর জন্য অভিযুক্ত অমন সাক্সেনা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ই-মেল মারফত একটি প্রাণনাশের হুমকি দেয়। অমন দ্বিতীয় যুবককে ফাঁসাতে নিজের মোবাইল এবং ল্যাপটপ ব্যবহার করে। ঘটনাচক্রে পুলিশ ওই মোবাইল এবং ল্যাপটপের আইপি অ্যাড্রেস ট্রাক করে অভিযুক্তকে হাতেনাতে ধরে ফেলে।