weather, today weather news, today's weather, weather news, weather update, weather in west bengal, today kolkata's weather, আবহাওয়া, আজকের আবহাওয়ার খবর, আজকের আবহাওয়া, আবহাওয়ার খবর, আবহাওয়ার আপডেট, পশ্চিমবঙ্গের আবহাওয়া, আজকে কলকাতার আবহাওয়া
নতুন বছরে তাপমাত্রা হ্রাসে শীতের আমেজ রাজ্যে! জানুন কেমন থাকবে আজকের আবহাওয়া

পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ নতুন বছর পড়তেই একটু একটু করে শীত ফিরতে চলেছে বাংলার আবহাওয়ায়। গতকালের মত আজও তাপমাত্রার পতন লক্ষ্য করা গিয়েছে। তবে তা এখনো স্বাভাবিকের তুলনায় বেশ খানিকটা বেশি থাকলেও কলকাতা ও তার আশেপাশের অঞ্চলে ঠান্ডা বেশ ভালোভাবেই অনুভূত হচ্ছে।

আজকের আবহাওয়া

সর্বোচ্চ তাপমাত্রাঃ ২৪.৭ ডিগ্রি সেলসিয়াস
সর্বনিম্ন তাপমাত্রাঃ ১৫.১ ডিগ্রি সেলসিয়াস
জলীয়বাষ্পের সর্বোচ্চ পরিমাণঃ ৯১ শতাংশ
জলীয়বাষ্পের সর্বনিম্ন পরিমাণঃ ৬৬ শতাংশ
বৃষ্টিপাতঃ সম্ভাবনা একদমই নেই
হওয়ার গতিবেগঃ ১.৮ কিমি/ ঘন্টা
সূর্যোদয়ঃ সকাল ৬টা ১৭মি
সূর্যাস্তঃ সন্ধ্যা ৫টা ০৫মি

উত্তরবঙ্গের আবহাওয়া

আগামী দু-দিন উত্তরবঙ্গের দুই পার্বত্য জেলা দার্জিলিং এবং কালিম্পং-এ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। তবে বাদবাকি জেলাগুলিতে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। সেই সাথে গোটা উত্তরবঙ্গ জুড়ে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। কুয়াশার ফলে আকাশ সকালের দিকে মেঘাচ্ছন্ন থাকবে। তবে বেলা বাড়ার সাথে সাথে রোদ উঠবে। উত্তরবঙ্গের বর্তমান তাপমাত্রা ৮ ডিগ্রি থেকে ২০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাঘুরি করবে। তবে দার্জিলিংয়ের তাপমাত্রা কোথাও কোথাও ০ ডিগ্রি সেলিয়াসে নেমে যেতে পারে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

দক্ষিণবঙ্গের আবহাওয়া বর্তমানে শুষ্কই থাকবে। আগামী তিনদিন দক্ষিণবঙ্গের কোথাও বৃষ্টির কোন সম্ভাবনা নেই। তবে কলকাতা শহরের উপর সকালের দিকে মাঝারি পরিমাণের কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে। যে কারণে মহানগরের উপর গাড়ি-চালকদের সাবধানে গাড়ি চালাতে বলা হচ্ছে। কলকাতার বাইরের জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে। দক্ষিণবঙ্গের আকাশ কোথাও কোথাও মেঘাচ্ছন্ন, কোথাও রৌদ্রকরোজ্জ্বল থাকতে পারে। গোটা দক্ষিণবঙ্গ জুড়ে এই মুহূর্তে তাপমাত্রা ১৪ ডিগ্রি থেকে ২৫ ডিগ্রি সেলিয়াসের এর মাঝামাঝি থাকবে। তবে কলকাতার বাইরের জেলাগুলির তাপমাত্রা এর থেকে সামান্য কম থাকার সম্ভাবনা রয়েছে এবং পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা আরো ৩ ডিগ্রি থেকে ৪ ডিগ্রি সেলিয়াস হ্রাস পেতে পারে।

আগামীকালের আবহাওয়া

পশ্চিমবঙ্গের আবহাওয়ায় আগামী দুই দিন তেমন কোন পরিবর্তন আসবে না। তবে বৃহস্পতিবার থেকে একটু একটু করে তাপমাত্রা আরও নিচে নামতে শুরু করবে। আশা করা যাচ্ছে, শনি ও রবিবার নাগাদ তাপমাত্রা ১৩ ডিগ্রি সেলসিয়াসের ঘরে গিয়ে পৌঁছবে। তবে কলকাতার আশেপাশের জেলাগুলির তাপমাত্রা সেই তুলনায় আরো কয়েক ডিগ্রি সেলসিয়াস কম থাকবে এবং পশ্চিমবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা ৭ ডিগ্রি থেকে ৮ ডিগ্রি সেলসিয়াসে নামতে পারে। উত্তরবঙ্গের সমতলের জেলাগুলির তাপমাত্রাও হ্রাস পাবে এবং দার্জিলিংয়ে তুষারপাতের সম্ভাবনা রয়েছে।