weather news, today weather, weather, আবহাওয়া, আজকের আবহাওয়া, আকজের আবহাওয়ার খবর
আগামী কয়েকদিন জমিয়ে ব্যাটিং শীতের, কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া ?

পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ- তাপমাত্রা গতকালের তুলনায় আজ আরো নিম্নগামী হয়েছে। গতকাল কলকাতার দিনের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.২ ডিগ্রি সেলসিয়াস, আজ সকালে সেই তাপমাত্রা নেমে দাঁড়ায় ১৪.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় এক ডিগ্রি কম। তবে দিনের সর্বোচ্চ তাপমাত্রা একই জায়গায় রয়েছে। আগামী দু থেকে তিন দিনে এই তাপমাত্রা আরো নামবে। মৌসুমের শেষে এসে শীতের এই ঝাটকায় বেজায় খুশি আপামর জনতা।

আজকের আবহাওয়া
দিনের সর্বোচ্চ তাপমাত্রা – ২৫.৬ ডিগ্রি সেলসিয়াস।
দিনের সর্বনিম্ন তাপমাত্রা – ১৪.৭ ডিগ্রি সেলসিয়াস।
বৃষ্টির সম্ভাবনা – নেই।
দিনের সর্বোচ্চ জলীয়বাষ্প – ৮০ শতাংশ।
দিনের সর্বনিম্ন জলীয়বাষ্প – ৫১ শতাংশ।
বাতাসের গতিবেগ – ০.৯ কিলোমিটার/ প্রতি ঘন্টা।
সূর্যোদয় – ৬ টা বেজে ১৫ মিনিট।
সূর্যাস্ত – ৫ টা বেজে ২৭ মিনিট।

উত্তরবঙ্গের আবহাওয়া
উত্তরবঙ্গের পার্বত্য অঞ্চলের পাশাপাশি সমতলেও নেমেছে তাপমাত্রার পারদ। তার সাথে সাথে সমতলের জেলা অর্থাত্‍ মালদা, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুরে সকালের দিকে হালকা কুয়াশার দাপট দেখা গেছে। কুয়াশার কারণে সকাল বেলার দিকে আকাশ মেঘলা থাকবে। তবে বেলা বাড়লে আকাশ পরিষ্কার হয়ে ঝলমলে রোদের দেখা মিলবে। তবে কোচবিহার জেলায় ঘন কুয়াশার পড়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। আগামী দু’দিন উত্তরবঙ্গে বৃষ্টি হওয়ার তেমন কোন সম্ভাবনা না থাকলেও উত্তরবঙ্গের গড় তাপমাত্রা এই মুহূর্তে ৮ ডিগ্রি সেলসিয়াস থেকে ১৯ ডিগ্রি সেলসিয়াস এর মধ্যে থাকবে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া
দক্ষিণবঙ্গের আবহাওয়ায় আগামী কয়েকদিনের কোন বিরাট পরিবর্তন আসার সম্ভাবনা নেই। শুধু আগামী রবিবার পর্যন্ত উত্তরোত্তর তাপমাত্রার অবনমন ঘটতে থাকবে। আবহাওয়া দপ্তরের অনুমান আগামী সোমবার অবধি তাপমাত্রা বর্তমান অবস্থা থেকে আরো দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস নিচে নামতে পারে। দক্ষিণবঙ্গের উপকূলীয় জেলাগুলি এবং পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা তুলনামূলকভাবে কলকাতা থেকেও দুই থেকে তিন ডিগ্রি কম থাকবে। দক্ষিণবঙ্গে এই মুহূর্তে বৃষ্টি হওয়ার কোন সম্ভাবনা নেই। বিক্ষিপ্ত ভাবে কয়েক জায়গায় কুয়াশা পড়া ব্যতিরেকে কুয়াশারও তেমন প্রভাব লক্ষ্য করা যাবে না। বর্তমানে দক্ষিণ বঙ্গের গড় তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়াস থেকে ২৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে।

আগামীকালের আবহাওয়া
তাপমাত্রার এই অবনমন চলবে আগামী সোমবার পর্যন্ত। তার পরবর্তী দুই থেকে তিন দিন আবার তাপমাত্রার ঊর্ধ্বগমন লক্ষ্য করা যাবে। আগামী ১০ থেকে ১৩ তারিখ পর্যন্ত ফের কমবে তাপমাত্রা। ফেব্রুয়ারী ৭ থেকে ১৪ তারিখের মধ্যে তাপমাত্রার এইরূপ সামান্য উত্থান পতন লক্ষ্য করা যেতে পারে। পশ্চিমবঙ্গের পশ্চিম দিকে উত্তরপ্রদেশের কাছে একটি পশ্চিমী ঝঞ্ঝা অবস্থান করায় কিছুদিন ধরে তাপমাত্রা ঊর্ধ্বক্রমণ লক্ষ্য করা গেছে। বর্তমানে তার প্রভাব কেটে যাওয়ায় আবারও নিম্নগামী হয়েছে তাপমাত্রা। আগামী এক সপ্তাহের মধ্যে দক্ষিণবঙ্গে বৃষ্টি কোন সম্ভাবনা নেই। তবে আগামী দুদিনের পর থেকে উত্তরবঙ্গের পার্বত্য জেলাগুলিতে হালকা বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।