পশ্চিমবঙ্গ ডেস্ক: সকাল হতে না হতেই মুখ ভার করে বসেছে আকাশ। মৌসুমী অক্ষরেখা সক্রিয় থাকার কারণে প্রচুর পরিমাণে জলীয়বাষ্প রাজ্যে প্রবেশ করেছে। তার কারণে বঙ্গে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি হয়ে চলেছে বলেই জানিয়েছেন আবহাওয়াবিদরা। ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন স্থানে শুরু হয়ে গেছে বৃষ্টি।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী আজ দক্ষিণবঙ্গে তেমন ভারী বৃষ্টির পূর্বাভাস না থাকলেও উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গে ভারী বৃষ্টির জেরে জারি করা হয়েছে হলুদ ও কমলা সর্তকতা। আবহাওয়াবিদরা জানাচ্ছেন, আজ দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বৃষ্টির পাশাপাশি ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
উত্তরবঙ্গের ভারী বৃষ্টির জেরে কমলা সর্তকতা জারি করা হয়েছে আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং এবং কালিম্পং জেলায়। এছাড়াও হলুদ সর্তকতা জারি করা হয়েছে জলপাইগুড়ি জেলায়।
আজ কলকাতার (Weather) আবহাওয়া:
আজ শহর কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৯ ডিগ্রী সেলসিয়াস এর আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াস এর আশেপাশে। বাতাসে আর্দ্রতার পরিমাণ ৮৮ শতাংশ। আবহাওয়াবিদরা জানাচ্ছেন বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় আর্দ্রতা জনিত অস্বস্তিতে ভুগবে বঙ্গবাসী।
আজ উত্তরবঙ্গের (Weather) আবহাওয়াঃ
আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। প্রবল বৃষ্টির জেরে উত্তরবঙ্গের নদ-নদীর জলরাশি বেড়ে উঠতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। আবহাওয়া দপ্তরের রিপোর্ট অনুযায়ী উত্তরবঙ্গের এই চারটি জেলায় ৭ থেকে ২০ সেন্টিমিটার বৃষ্টিপাত হতে পারে।
আজ দক্ষিণবঙ্গের (Weather) আবহাওয়াঃ
আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আজ দক্ষিণবঙ্গে তেমন ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। তবে হালকা থেকে মাঝারি বৃষ্টিতে ভিজতে চলেছে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলা। ইতিমধ্যেই কয়েকটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির দেখা মিলেছে। আজ দক্ষিণবঙ্গের উত্তর ২৪ পরগনা ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং নদীয়া জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।