আজকের আবহাওয়াঃ এক নিম্নচাপের জেরে কাটিয়ে উঠতে না উঠতেই একের পর এক নিম্নচাপ এসে পড়ছে বঙ্গে। নিম্নচাপের জেরে বঙ্গের তাপমাত্রা কিছুটা কমলেও, অতি ভারী বৃষ্টিতে বিপর্যস্ত পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, উত্তর বঙ্গোপসাগরে আরও একটি নিম্নচাপ সৃষ্টি হয়েছে। যার জেরে ফের ভাসতে চলেছে দক্ষিণবঙ্গ।
সকাল থেকেই কলকাতার আকাশ জুড়ে অবস্থান করেছে কালো মেঘ। সকাল হতেই মেঘের চাদরে ঢেকে গিয়েছে গোটা দক্ষিণবঙ্গ। ইতিমধ্যেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় দু-এক পশলা বৃষ্টির দেখা মিলেছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আজ মাঝারি থেকে ভারি বৃষ্টির সম্ভবনা রয়েছে উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায়। এর পাশাপাশি আবহাওয়াবিদরা জানাচ্ছেন উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের অন্যান্য জেলা গুলিতেও বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে আজ। তবে আগামী কিছুক্ষণের মধ্যেই কলকাতায় বজ্রবিদ্যুৎ সহ মুষলধারে বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর।
কলকাতা সহ হুগলি, উত্তর ২৪ পরগনা এবং দক্ষিণ ২৪ পরগনা জেলায় আগামী এক থেকে দুই ঘণ্টার মধ্যে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।
আজ কলকাতার (Weather) আবহাওয়াঃ
আজ কলকাতা শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩২ ডিগ্রি সেলসিয়াস এর আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াস এর আশেপাশে। বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ থাকবে ৮৫ শতাংশ। গতকালের তুলনায় আজ কলকাতা শহরের সর্বোচ্চ তাপমাত্রা ১ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেয়েছে এবং একই স্থানে রয়েছে কলকাতা শহরের সর্বনিম্ন তাপমাত্রা।
আজ উত্তরবঙ্গের (Weather) আবহাওয়াঃ
আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আজ উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে পাহাড়ি এলাকায়। আজ দার্জিলিং, জলপাইগুড়ি ও কালিম্পং জেলায় ৭ থেকে ১১ সেন্টিমিটার বৃষ্টিপাত হবে বলে জানাচ্ছেন আবহাওয়াবিদরা। এর পাশাপাশি কোচবিহার, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুর ও মালদহ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর।
আজ দক্ষিনবঙ্গের (Weather) আবহাওয়াঃ
আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আজ দক্ষিণবঙ্গের উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুর এই তিনটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেখানে আজ ৭ থেকে ১১ সেন্টিমিটার বৃষ্টিপাত হবে বলে জানাচ্ছেন আবহাওয়াবিদরা। এর পাশাপাশি কলকাতা, হাওড়া, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে বলে জানাচ্ছেন আবহাওয়াবিদরা।
আরও পড়ুনঃ- আগামীকালের আবহাওয়া