ঋষি সুনাক, নরেন্দ্র মোদী, narendra modi, india, United Kingdom, uk, Rishi Sunak
নভেম্বর মাসেই ঋষির সঙ্গে সাক্ষাতে মোদী, কথায় এবং কি নিয়ে হবে এই বৈঠক | চিত্ত্র - সংগৃহীত

পশ্চিমবঙ্গ ডেস্কঃ এই প্রথমবার নতুন ইতিহাস গড়ে ব্রিটেনে প্রধানমন্ত্রীর আসনে বসলেন ভারতীয় বংশোদ্ভুত ঋষি সুনাক। ব্রিটেনের প্রধানমন্ত্রী হিসেবে তার নাম ঘোষণা করার পরই টুইট করে অভিনন্দন জানিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী। ঋষির পদোন্নতিতে, ভারতের সঙ্গে ব্রিটেনের সম্পর্ক আরও ভালো হবে, তা আশা করছেন অনেকে। তবে ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রীর সঙ্গে কবে সাক্ষাৎ করবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী? যা নিয়ে ইতিমধ্যেই কূটনৈতিক মহলে চলছে জোর জল্পনা।

সূত্রের খবর অনুযায়ী জানা গেছে, নভেম্বর মাসের দ্বিতীয় বা তৃতীয় সপ্তাহের দিকে প্রধানমন্ত্রী ঋষির সঙ্গে দেখা করতে পারেন মোদীজি। আগামী মাসে অর্থাৎ নভেম্বর মাসে ইন্দোনেশিয়ার বালিতে G-20 শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা। আর সেখানেই দুই রাষ্ট্রনেতা মুখোমুখি উপস্থিত হবেন। আগামী নভেম্বর মাসের ১৫ থেকে ১৬ই নভেম্বর G-20 শীর্ষ সম্মেলন আয়োজিত হওয়ার কথা ইন্দোনেশিয়ার বালিতে। আর সেখানেই মুখোমুখি হতে পারেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনাক।

ঋষির সঙ্গে কি বৈঠকে বসতে চলেছেন মোদীজী? দীপাবলীর আগেই ভারতের সঙ্গে ব্রিটেনের মুক্ত বাণিজ্যিক চুক্তি সম্পন্ন হওয়ার কথা ছিল, কিন্তু এখনো পর্যন্ত তা সম্পন্ন হয়নি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, G-20 শীর্ষ সম্মেলনে ওই দুই রাষ্ট্রনেতা মুখোমুখি হয়ে বাণিজ্যিক চুক্তির বিষয়টিকে নতুন করে ট্রাকে ফেরত উদ্যত হবেন। শুধু তাই নয়, বাণিজ্যিক চুক্তির পাশাপাশি প্রতিরক্ষা সহ বিভিন্ন খাতে ভারতের সঙ্গে ব্রিটেনের সম্পর্ক আরও মজবুত করে তুলতে পারেন মোদী।

জানিয়ে রাখি, এই প্রথম ভারতীয় বংশোদ্ভুত ব্যক্তি ব্রিটেনের প্রধানমন্ত্রীর চেয়ারে বসলেন। প্রাক্তন ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসনের ইস্তফার পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে শামিল হন ঋষি সুনাক। কিন্তু শেষ পর্যায়ে গিয়ে তিনি লিজ ট্রাসের কাছে তিনি পরাজয় হন। তবে সেই পরাজয়ের কয়েক মাসের মধ্যেই জয়ের মুকুট মাথায় তুললেন ঋষি সুনাক। ব্রিটিশ প্রথা মেনেই মঙ্গলবার প্রধানমন্ত্রী হিসেবে ঋষি সুনাকের নাম ঘোষণা করেন রাজা তৃতীয় চার্লস।