aparajita adhya, sadhguru, tollywood, bengali actress aparajita adhya, অপরাজিতা আঢ্য, সদগুরু, টলিউড, বাংলা অভিনেত্রী অপরাজিতা আঢ্য
প্রিয় মানুষের সান্নিধ্যে অপরাজিতা আঢ্য, উচ্ছ্বসিত হয়ে বলে ফেললেন 'আই লাভ ইউ' | ছবি - সংগৃহীত

পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ আমরা সকলেই জানি জি বাংলা-র ‘লক্ষীকাকীমা সুপারস্টার’-এর ‘লক্ষ্মী কাকিমা’ বাস্তব জীবনে একজন অত্যন্ত প্রাণখোলা মহিলা। যার আসল নাম অপরাজিতা আঢ্য। তার কথার ধরন, হাসি, তার স্বভাব, ব্যবহার সবকিছু যেন মুগ্ধ করে দেয় সকলকে। গত শনিবার এমনই এক প্রাণখোলা মানুষের বহুদিনের স্বপ্ন সত্যি হল।

গত শনিবার কলকাতায় অনুষ্ঠিত হয়েছিল সদগুরু-র সৎসঙ্গ। সদগুরু তথা জগ্গা বাসুদেবের সম্পর্কে আলাদা করে আর বলবার কিছুই নেই। আমরা সকলেই এতদিনে সোশ্যাল-মিডিয়া প্লাটফর্মের দরুন পরিচিত হয়েছি এই মহান মানুষটির সঙ্গে। যার প্রতিটি কথায় অনুপ্রাণিত হই আমরা সকলে। অপরাজিতা আড্যও মনেপ্রাণে সদগুরুকে ভীষণভাবে মেনে চলেন। গত শনিবার কলকাতায় আয়োজিত সৎসঙ্গ-তে সৎগুরুর সঙ্গে দেখা হওয়ার পর প্রচন্ড উচ্ছ্বসিত দেখা গিয়েছিল অপরাজিত আড্যকে।

সদগুরুকে দেখবার পর তিনি এতটাই উৎফুল্ল হয়ে যান যে, তিনি সদগুরুকে সামনাসামনি ‘আই লাভ ইউ’ বলেন। সদগুরুর সাথে তিনি ছবিও তোলেন। আর সেই ছবি নিজের প্রোফাইলে আপলোড করে লেখেন, স্বপ্ন কখনও কখনও একাধিকবার সত্যি হয়। এতে কোনও গোপনীয়তা নেই যে এই পৃথিবীতে দুজন ব্যক্তিকে আমি অসম্ভব শ্রদ্ধা করি। এক হলেন বিগ-বি আর অন্যজন হলেন সদগুরু।

এই অনুষ্ঠানে তিনি যথাসময়ে গিয়েই উপস্থিত হন। কিন্তু লোকের ভিড়ে তিনি প্রথমবার সরাসরি দেখা করবার সুযোগ পাননি। অবশেষে দ্বিতীয়বার তিনি সদগুরুর সান্নিধ্যে আসেন। তার স্বপ্নের এই মহা মানুষের সঙ্গে দেখা হওয়ার পর তিনি প্রচণ্ড ইমোশনাল হয়ে পড়েন। আর তার এই আবেগঘন মুহূর্ত প্রকাশিত হয় তার লেখার মাধ্যমে। তিনি সদগুরুকে নিয়ে লেখেন, আমার গায়ে কাঁটা দিচ্ছিল। নিজের আবেগকে ধরে রাখতে পারা অসম্ভব হয়ে গিয়েছিলো তখন আমার কাছে। এত বছর ধরে যে কথা ওনাকে বলতে পারিনি, তাই বলে দিয়েছি। বলে দিয়েছি, ‘আমি আপনাকে ভালবাসি’। উনি শুধু আমার হাত ধরে মিষ্টি করে হাসছিলেন। যে হাসিতে এই পৃথিবী শান্ত হয়ে যায়।

যদিও এখানেই শেষ নয়। তিনি সদগুরুর থেকে উপহারও পেয়েছেন, যা অভিনেত্রীর কাছে মহা মূল্যবান। বহু ব্যস্ততাকে দূরে সরিয়ে তিনি সেদিন উপস্থিত ছিলেন ওই অনুষ্ঠানে। সদগুরুর সঙ্গে দেখা হওয়ার তৃপ্তি যেন অন্য কোন বড় সফলতা থেকেও অনেক বড় অভিনেত্রী অপরাজিতা আঢ্যর কাছে।