করোনা ভাইরাস, পশ্চিমবঙ্গ ভোট, মহারাষ্ট্র, পাঞ্জাব, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
ছবি- সংগৃহীত

পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ আবারও দেশ জুড়ে হু হু করে বাড়ছে করোনা ভাইরাসের দৌরাত্ম্য। এমত অবস্থায় পশ্চিমবঙ্গে চলেছে বিধানসভা নির্বাচন। আর এই বিধানসভা নির্বাচনকে ঘিরেই সারা রাজ্যে শুরু হয়েছে চরম উন্মাদনা এবং তার সাথে সারা দেশের অন্যান্য রাজ্যের মতোই পাল্লা দিয়ে বাড়ছে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা।

এমত অবস্থায় করোনা  পরিস্থিতি নিয়ে চিন্তিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার একটি বিশাল বৈঠক করেন যেখানে তিনি বিভিন্ন রাজ্যে বাড়তে থাকা করোনা পরিস্থিতি নিয়ে বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের সাথে একটি উচ্চ পর্যায়ের আলোচনা করেন। সেই আলোচনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটি বড়সর সিদ্ধান্তের কথা ঘোষণা করেন।

এই আলোচনার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কার্যালয় থেকে জানানো হয় যে, যে সমস্ত রাজ্যগুলিতে করোনা ভাইরাসের প্রকোপ প্রচণ্ডভাবে বাড়ছে সেই সব রাজ্যগুলিতে আবারও করোনা ভাইরাস দমনের জন্য কেন্দ্র সরকার আগামী ৬ই এপ্রিল থেকে একটি বিশেষ কর্মসুচী শুরু করবে।

এই কর্মসূচী আর কিছুই নয় বিশেষ সচেতনতামূলক প্রচার। এই মর্মে গতকাল রবিবার দিল্লীতে ক্যাবিনেট সচিব, প্রিন্সিপাল সেক্রেটারী, স্বাস্থ্যসচিব সহ আরও অনেককে নিয়ে বেশ উচ্চ পর্যায়ের জরুরী বৈঠক সারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।  সেই বৈঠকে দেশের সার্বিক করোনা পরিস্থিতি উঠে আসে প্রধানমন্ত্রীর সামনে।

এই পরিস্থিতি খতিয়ে দেশে প্রধানমন্ত্রী নরেদ্র মোদী সিদ্ধান্ত নেন যে, আগামী ৬ই এপ্রিল থেকে ১৪ই এপ্রিল সারা দেশের করোনা ভাইরাসের প্রকোপ বাড়তে থাকা রাজ্যগুলিতে বিশেষ সচেতনতা বিষয়ক সভা করবে। এই সচেতনতা সভাগুলিতে আবারও সাধারণ মানুষকে মাস্ক, স্যানিটাইজার, হাত ধোয়া, পরিষ্কার পরিচ্ছন্ন থাকা এবং কর্মক্ষেত্রে সচেতন থাকার মত বিষয়গুলি তুলে ধরা হবে।

এছাড়াও দেশের বিভিন্ন রাজ্য গুলিতে করোনা পরিস্থিতি কেমন বিশেষ করে মহারাষ্ট্র, পাঞ্জাব, ছত্তিসগড়ে করোনা ভাইরাসে কতজন প্রাণ হারিয়ে সেইসব জানার জন্য বিশেষ দল পাঠানো হবে বলে জানান প্রধানমন্ত্রী। যেহেতু মহারাষ্ট্রের মত পশ্চিমবঙ্গেও করোনা আবার জাঁকিয়ে বসেছে এবং রাজ্যে চলছে ভোট সেক্ষেত্রে পশ্চিমবঙ্গের জন্য হয়ত কোনও বিশেষ পদক্ষেপ নেওয়া হতে পারে বলে মনে করা হচ্ছে।