আজকের আবহাওয়াঃ বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণবাত এর জেরে বন্ধ হয়ে চলেছে বৃষ্টি। গতকাল আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে ভিজেছে উত্তরবঙ্গ। দক্ষিণবঙ্গে তেমন ভারী বৃষ্টি না হলে ও বিক্ষিপ্ত আকারের বৃষ্টি দেখা মিলেছে বৃষ্টির। তবে আবহাওয়াবিদরা জানাচ্ছেন, গুমটো গরম থেকে রেহাই পাবে বঙ্গবাসী।
আজ মঙ্গলবার আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে ভিজবে উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গে। নিম্নচাপের জেরে সমুদ্রের জলরাশি বেড়ে ওঠার সম্ভাবনা রয়েছে যার কারণেই মৎস্যজীবীদের কে সমুদ্র উপকূলে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আবহাওয়াবিদরা জানাচ্ছেন, বঙ্গোপসাগরে নিম্নচাপ সৃষ্টি হয়েছে। সৃষ্ট ঘূর্ণবাতগুলি একই সঙ্গে মিশে গভীর নিম্নচাপ সৃষ্টি হতে পারে বলে জানাচ্ছেন আবহাওয়াবিদরা।
বর্তমানে জামশেদপুর ও বালাসোরের উপর দিয়ে বঙ্গোপসাগর পর্যন্ত মৌসুমী অক্ষরেখা বিস্তৃত। যার কারনে দখিনা বাতাসের উপর ভর করে প্রচুর পরিমাণে জলীয়বাষ্প বঙ্গে প্রবেশ করছে। সেই মর্মে বঙ্গের আকাশ জুড়ে অবস্থান করেছে ঘন কালো মেঘ চলবে বিক্ষিপ্ত আকাশ বৃষ্টি।
আজ কলকাতার (weather) আবহাওয়াঃ
আজ শহর কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩১ ডিগ্রি সেলসিয়াস এর আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াস এর আশেপাশে। বাতাসে আর্দ্রতার পরিমাণ থাকবে ৮৪ শতাংশ। গতকালের তুলনায় আজ শহর কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ১ ডিগ্রি সেলসিয়াস কমেছে। তবে একই স্থানে রয়েছে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা। আবহাওয়াবিদরা জানাচ্ছেন বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় আর্দ্রতা জনিত অস্বস্তিতে ভুগবে বঙ্গবাসী।
আজ উত্তরবঙ্গের (weather) আবহাওয়াঃ
আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আজ উত্তরবঙ্গে তেমন ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। তবে দার্জিলিং জলপাইগুড়ি ও কালিম্পং এই তিনটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ। আবহাওয়াবিদরা জানাচ্ছেন, সেখানে আজ বৃষ্টিপাত হবে ৭ থেকে ১১ সেন্টিমিটার।
আজ দক্ষিণবঙ্গের (weather) আবহাওয়াঃ
আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আজ দক্ষিণবঙ্গের উত্তর ২৪ পরগনা ও দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদীয়া জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বৃষ্টির পাশাপাশি মেঘের গর্জন ও ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী ১-২ ঘণ্টার মধ্যেই কলকাতা, হাওড়া, হুগলি ও উত্তর ২৪ পরগনা জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেখানে আজ ৭ থেকে ১১ সেন্টিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানাচ্ছেন আবহাওয়াবিদরা।