today weather news, today's weather, weather, weather news, weather update, weather in west bengal, today kolkata's weather, আজকের আবহাওয়ার খবর, আজকের আবহাওয়া, আবহাওয়া, আবহাওয়ার খবর, আবহাওয়ার আপডেট, পশ্চিমবঙ্গের আবহাওয়া, আজকে কলকাতার আবহাওয়া
বাড়ছে তাপমাত্রা, ভোরের দিকে মেঘাচ্ছন্ন আকাশ! মাঘের শুরুতে এমন আবহাওয়ায় কিসের ইঙ্গিত, বিস্তারিত জানুন

পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ আলিপুর আবহাওয়া দপ্তরের ঘোষণা অনুযায়ী, তাপমাত্রা বেশ বাড়তে শুরু করেছে। শীতের আমেজ একেবারে নেই বললেই চলে। খুব শীঘ্রই তাপমাত্রার পারদ ২০ ডিগ্রি সেলসিয়াস ছুঁতে চলেছে। দেখে নিন কেমন থাকবে আজকের (২৫শে জানুয়ারি ২০২৩) আবহাওয়া –

আজকের আবহাওয়া
দিনের সর্বোচ্চ তাপমাত্রাঃ ২৮.৯ ডিগ্রি সেলসিয়াস
দিনের সর্বনিম্ন তাপমাত্রাঃ ১৮.৫ ডিগ্রি সেলসিয়াস
বাতাসের গতিবেগঃ ১.৮ কিমি প্রতি ঘন্টা
বৃষ্টির সম্ভাবনাঃ নেই
দিনের সর্বোচ্চ জলীয়বাষ্পের পরিমাণঃ ৯০ শতাংশ
দিনের সর্বনিম্ন জলীয়বাষ্পের পরিমাণঃ ৬৩ শতাংশ
সূর্যোদয়ঃ ৬টা ১৮মিনিট
সূর্যাস্তঃ ৫টা ২০মিনিট

উত্তরবঙ্গের আবহাওয়া
আপাতত উত্তরবঙ্গ জুড়ে বৃষ্টির কোনও সম্ভবনা নেই, আগামী পুরো সপ্তাহের আবহাওয়া শুষ্ক থাকবে। দার্জিলিং ও কালিম্পং জেলার পার্বত্য অঞ্চলগুলিতে খানিকটা শীতের ভাব থাকলেও সমতল থেকে শীতের আমেজ অনেকটাই ফিকে হবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গের আবহাওয়ায় আগামী দুদিনে খুব বেশি পরিবর্তন আসবে না। তারপর থেকে ধীরে ধীরে তাপমাত্রার উত্থান হতে থাকবে। সেই সাথে আগামী ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গের জেলাগুলির কোনও কোনও জায়গায় সকালের দিকে বেশ কুয়াশাও দেখা যাবে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া
কলকাতা শহরের তাপমাত্রা ক্রমাগত বাড়তে শুরু করেছে। পশ্চিমের জেলাগুলিতে সামান্য শীতের আমেজ রয়েছে, কিন্তু শহরের উপর যেন অকাল বসন্ত। প্রায় গোটা দক্ষিণবঙ্গ সকাল হতে না হতেই কুয়াশার মোটা আচ্ছাদনে ঢেকে যাচ্ছে। কুয়াশার কারণে রাস্তাঘাট পরিষ্কার বোঝা যাচ্ছে না। ফলে সড়ক পরিবহনের ক্ষেত্রে ব্যাপক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। তবে বেলা বাড়ার সাথে সাথেই কুয়াশার ঘোর কেটে রোদ চড়তে শুরু করছে। কুয়াশার কারণে সকালের দিকে মেঘাচ্ছন্ন আবহাওয়া থাকলেও, এই মুহূর্তে দক্ষিণবঙ্গে বৃষ্টি নামার কোন সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।

আগামীকালের আবহাওয়া
আবহাওয়ার যেমন ভাব গতি চলছে তাতে আগামী সপ্তাহেও তাপমাত্রা কমার কোনও লক্ষণ নেই। শীত মোটের উপর বিদায় বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। তবে শীত বাংলাকে একেবারে বিদায় জানানোর আগে হয়তো আরও একবারের জন্য সামান্য ঠাণ্ডার অনুভূতি ফিরিয়ে দিতে পারে। পশ্চিম ভারতের সক্রিয় পশ্চিমী ঝঞ্ঝার কারণেই আবহাওয়ার এই ভোল বদল।